World Richest Beggar: ভিক্ষা করে মাসে আয় ৮০ হাজার! এদেশেই আছে কোটিপতি ভিক্ষুক, মাসিক আয় চমকে দেবে

Last Updated:

ভরত জৈনের মোট সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা৷ প্রতি মাসে ভিক্ষা করে তাঁর আয় জানলে তাজ্জব বনে যেতে হয়৷ তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক৷

ভিক্ষা করে মাসে আয় ৮০ হাজার! এদেশেই আছে কোটিপতি ভিক্ষুক, মাসিক আয় চমকে দেবে
ভিক্ষা করে মাসে আয় ৮০ হাজার! এদেশেই আছে কোটিপতি ভিক্ষুক, মাসিক আয় চমকে দেবে
মুম্বই: একজন ভিক্ষুকের সারাদিনে আয় কত হতে পারে? সাধারন ভাবে মনে হয়, হয়তো বড়জোর ১০০ থেকে ২০০ টাকা৷ তাও প্রতিদিন জোটে কি না সন্দেহ৷ বেশিরভাগ ভিক্ষুকদের ক্ষেত্রে এমনটাই ঘটে৷ ভিক্ষাবৃত্তি থেকে আয়ও অত্যন্ত কম হয় বলেই ধারনা সকলের৷
তবে এই চিরাচরিত ধারণাকে একেবারে উল্টে দিয়েছেন এদেশেরই এক ভিক্ষুক, ভরত জৈন৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা৷ প্রতি মাসে ভিক্ষা করে তাঁর আয় জানলে তাজ্জব বনে যেতে হয়৷ তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক৷ ভরত জৈনের কাহিনী সত্যিই আশ্চর্যজনক৷
advertisement
advertisement
ভরতের ভিক্ষাবৃত্তির শুরুর দিকটা এই পেশায় যুক্ত আর পাঁচজনের মতোই৷ অত্যন্ত দরিদ্র পরিবারে তাঁর জন্ম৷ নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় লেখাপড়া শিখতে পারেন নি তিনি৷ পেট চালাতে মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করা শুরু করেন৷ সংসারে তাঁর স্ত্রী এবং দুই ছেলের পাশাপাশি আছেন বাবা এবং ভাই৷
ভিক্ষা করেই এখন কোটি টাকার মালিক ভরত জৈন৷ দ্য ইকোনোমিক্স টাইমস্ অনুযায়ী তিনি এই বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক৷ তাঁর মুম্বইয়ে ১.২ কোটি টাকার একটি টুবিএইচকে ফ্ল্যাট রয়েছে৷ পাশাপাশি দুটি দোকানও করছেন তিনি৷ যেখান থেকে মাসিক ভাড়া হিসেবে তিনি পান ৩০,০০০ টাকা৷ ভিক্ষাবৃত্তি থেকেই তাঁর মাসিক আয় ৬০,০০০ থেকে ৭৫০০০ টাকা৷
advertisement
ভিক্ষাবৃত্তিকে সম্বল করেই তিনি এখন কোটিপতি৷ তবে এত টাকা উপার্জনের পরেও তিনি এখনও এই পেশাতেই আছেন৷ আজও একইভাবেই মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করেন কোটিটাকার মালিক ভরত জৈন৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
World Richest Beggar: ভিক্ষা করে মাসে আয় ৮০ হাজার! এদেশেই আছে কোটিপতি ভিক্ষুক, মাসিক আয় চমকে দেবে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement