২৫ হাজার থেকেই কোটিপতি, বিনিয়োগকারীদের অপ্রত্যাশিত রিটার্ন দিয়েছে এই ফার্মা স্টক!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
মাত্র দুই দশকের মধ্যেই এই স্টক তার বিনিয়োগকারীদের কোটিপতি করে দিয়েছে।
#কলকাতা: বিশেষজ্ঞরা বলেন, পোর্টফোলিওতে যত বৈচিত্র্য থাকে, মুনাফার আশা তত বেশি জোরদার হয়। একটা স্টক (Stock) যদি বসেও যায়, অন্যটা তখন পুষিয়ে দেয় লোকসানের বহর। এই দিক থেকে দেখলে পোর্টফোলিওতে যদি নানা ধরনের স্টকে বিনিয়োগ করতেই হয়, মাল্টিব্যাগার স্টকগুলো (Multibagger Stock) সব সময়েই এগিয়ে থাকবে। কেন না, এখানে বিনিয়োগ করতে হয় কম, অথচ রিটার্ন আসে প্রত্যাশার চেয়েও বেশি।
ফার্মা কোম্পানির যে স্টক হইচই ফেলেছে বাজারে
আজ ডিভি'স ল্যাবরেটরিজ লিমিটেডের (Divi’s Laboratories Limited) স্টক নিয়ে আলোচনা হবে। এই ফার্মা কোম্পানির স্টক সম্প্রতি শেয়ার বাজারে (Share Market) রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কারণটা কী? না, মাত্র দুই দশকের মধ্যেই এই স্টক তার বিনিয়োগকারীদের কোটিপতি করে দিয়েছে।
advertisement
advertisement
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দারুণ পারফরমেন্স
ডিভি'স ল্যাবের (Divi's Lab) শেয়ার সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) ২.১১ শতাংশ বেড়ে ৩,৬৭৯ টাকায় বন্ধ হয়েছে। মজার ব্যাপার হল, যখন এটির শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রথমবার ব্যবসা শুরু করে, তখন এর কার্যকর মূল্য ছিল মাত্র ৯ টাকা। তার পর থেকে, এই কোম্পানি তার বিনিয়োগকারীদের ৪০,৭৭৭.৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
গত ৫ বছরে ৩২৩ শতাংশ রিটার্ন
যদি গত ৫ বছরের হিসেব কষতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই স্টক তার বিনিয়োগকারীদের ৩২৩ শতাংশ রিটার্ন দিয়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি তো বটেই! কেউ যদি ৫ বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তাঁর শেয়ার মূল্য বেড়ে ৪.২৩ লক্ষ টাকা হয়ে যেত।
advertisement
এক মাসে কমেছে ১.৪২ শতাংশ
অবশ্য এক্ষেত্রে কমের হিসেবটাও মাথায় রাখা দরকার। শেয়ার বাজারে দরের ওঠা-পড়া লেগেই থাকে, এই স্টকেও তা হয়েছে- গত এক মাসে এর শেয়ার প্রায় ১.৪২ শতাংশ কমেছে। আবার গত এক বছরের নিরিখে বিচার করলে দেখা যাচ্ছে যে তা প্রায় ২৭.৬৫ শতাংশ কমেছে।
advertisement
তাহলে বিনিয়োগ করা কি উচিত?
বিশেষজ্ঞরা কিন্তু ইতিবাচক ধারণাই পোষণ করছেন এই স্টক নিয়ে। কেন না, হিসেব বলছে যে ২০২৩ সালে ১ লাখ টাকা লাগালে এই স্টক তা ৪ কোটি ৪ লাখ করে দিত। আবার, ওই একই বছরে মাত্র ২৫ হাজার টাকা খাটালেও বর্তমানে রিটার্ন আসত ১.০২ কোটি টাকা।
কোম্পানির অবস্থা কেমন?
মূলধনের দিক থেকে দেখলে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ফার্মা সংস্থা, যাদের মার্কেট ক্যাপ (Market Cap) ৯৭.৬৫ হাজার কোটি টাকা। হায়দরাবাদের এই সংস্থা নানা রকমের ফার্মাসিউটিকাল উপাদান তৈরি করে। এর একটি সাবসিডিয়ারি সংস্থাও আছে, তার নাম ডিভি'স নিউট্রাসিউটিকাল (Divi's Nutraceuticals)।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2022 3:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৫ হাজার থেকেই কোটিপতি, বিনিয়োগকারীদের অপ্রত্যাশিত রিটার্ন দিয়েছে এই ফার্মা স্টক!