কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর, ডিএ বৃদ্ধির সঙ্গে কত টাকা বাড়তে চলেছে বেতন?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মূলত শহর শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, এই তিন ভাগে কর্মীদের ভেঙে নিয়ে ডিএ নির্ণয় করা হয়।
#নয়াদিল্লি: জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘভাতা অন্তত ৩ শতাংশ বাড়তে চলেছে। সেপ্টেম্বরের মধ্যেই সকলেই বর্ধিতহারে ভাতা পেয়ে যাবেন।
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ হিসেবে পান ১৭ শতাংশ। তিনটি বকেয়া মেটানোর পর মহার্ঘ ভাতা ২৮ শতাংশে পৌঁছতে পারে।
জানুয়ারি ২০২০তে মহার্ঘভাতা বাড়ার কথা ছিল ৪ শতাংশ। জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়। আবার ২০২১ সালের জানুয়ারিতে ৪ শতাংশ ভাতা বৃদ্ধি হয়েছে। এরই সম্মিলিত রাশি ২৮শতাংশ।
advertisement
এর সঙ্গে জুড়বে জুলাইয়ের ৩ শতাংশ। এই সবটা মিললে মোট ৩১ শতাংশ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অর্থাৎ চার দফার ডিএ যোগ করেই নতুন হার স্থির করা হবে।
advertisement
উল্লেখ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী মুদ্রাস্ফীতির হার অনুসারে মহার্ঘভাতা নির্ধারিত হয়। দেশজুড়েই এই মুহূর্তে মুদ্রাস্ফীতি চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ যাতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের গায়ে না লাগে, সেই কারণেই ডিএ দিতে সরকার দায়বদ্ধ। মূলত শহর শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, এই তিন ভাগে কর্মীদের ভেঙে নিয়ে ডিএ নির্ণয় করা হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2021 12:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর, ডিএ বৃদ্ধির সঙ্গে কত টাকা বাড়তে চলেছে বেতন?