#নয়াদিল্লি: জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘভাতা অন্তত ৩ শতাংশ বাড়তে চলেছে। সেপ্টেম্বরের মধ্যেই সকলেই বর্ধিতহারে ভাতা পেয়ে যাবেন।
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ হিসেবে পান ১৭ শতাংশ। তিনটি বকেয়া মেটানোর পর মহার্ঘ ভাতা ২৮ শতাংশে পৌঁছতে পারে।
জানুয়ারি ২০২০তে মহার্ঘভাতা বাড়ার কথা ছিল ৪ শতাংশ। জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়। আবার ২০২১ সালের জানুয়ারিতে ৪ শতাংশ ভাতা বৃদ্ধি হয়েছে। এরই সম্মিলিত রাশি ২৮শতাংশ।
এর সঙ্গে জুড়বে জুলাইয়ের ৩ শতাংশ। এই সবটা মিললে মোট ৩১ শতাংশ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অর্থাৎ চার দফার ডিএ যোগ করেই নতুন হার স্থির করা হবে।
উল্লেখ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী মুদ্রাস্ফীতির হার অনুসারে মহার্ঘভাতা নির্ধারিত হয়। দেশজুড়েই এই মুহূর্তে মুদ্রাস্ফীতি চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ যাতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের গায়ে না লাগে, সেই কারণেই ডিএ দিতে সরকার দায়বদ্ধ। মূলত শহর শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, এই তিন ভাগে কর্মীদের ভেঙে নিয়ে ডিএ নির্ণয় করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।