Budget 2023: জ্বালানি, সোনার দামে কি মধ্যবিত্তকে স্বস্তি দেবেন নির্মলা? বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
কিছু জিনিসের দাম বাড়তে পারে। আর তার মধ্যে পেট্রোল-ডিজেল, সোনার মতো পণ্য থাকার প্রভূত সম্ভাবনা।
কলকাতা: বাজেটে কিছু জিনিসের দাম কমবে, কিছু জিনিসের বাড়বে। এটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে তেমনটাই হয়ে আসছে। কিন্তু পেট্রোল ডিজেলের দাম কি বাড়তে পারে? প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জ্বালানির দাম উর্ধমুখী। সোনার দামও এদিকে কমার নাম নেই। আর তার প্রভাব পড়ছে সর্বত্র। সরাসরি ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত শ্রেণী।
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আমজনতার আশঙ্কা, কেন্দ্রীয় সরকার বোধহয় ব্যয় বাড়াতে বাজেটে নতুন কিছু আনতে চলেছে। এই আশঙ্কা খুব একটা অমূলক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বাজেটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে কিছু জিনিসের দাম বাড়তে পারে। আর তার মধ্যে পেট্রোল-ডিজেল, সোনার মতো পণ্য থাকার প্রভূত সম্ভাবনা।
advertisement
advertisement
জ্বালানি: এই বাজেটে জ্বালানির দাম ফের বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক মাস ধরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন না হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং রুপির অবমূল্যায়ন সহ বিভিন্ন কারণ এই আশঙ্কা গাঢ় হচ্ছে। জ্বালানির দাম বাড়লে পরিবহণ খরচও বৃদ্ধি পাবে। তার প্রভাব পড়বে পণ্য এবং পরিষেবায়। অর্থাৎ জিনিসপত্রের দাম আরও বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
advertisement
সোনা: আরেকটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা হল সোনা। এমনিতেই বিয়ের মরশুম। ফলে গত কয়েক মাস ধরেই সোনার দাম আকাশছোঁয়া। এবং আগামী বছরে দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর পিছনে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন, সোনার চাহিদা বৃদ্ধি-সহ বেশ কিছু কারণ রয়েছে। সোনার দাম বৃদ্ধির ফলে গয়না এবং অন্যান্য সোনার পণ্যের ক্রেতাদের উপর সরাসরি এর প্রভাব পড়বে বলাই বাহুল্য।
advertisement
বিলাসবহুল পণ্য: শুধু জ্বালানি বা সোনা নয়, আসন্ন বাজেটে বিলাসবহুল পণ্যের উপর কর আরও বাড়ানো হতে পারে। এর মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি এবং ডিজাইনার পোশাকের মতো আইটেম। সরকার রাজস্ব বাড়াতে এসব পণ্যের ওপর কর বাড়াতে পারে।
advertisement
তবে কিছু পণ্যে দাম কমানোর ইঙ্গিতও দিয়েছে কেন্দ্র সরকার। তাই মধ্যবিত্ত শ্রেণী আশায় বুক বাঁধতে পারেন। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, তিনিও মধ্যবিত্ত। তাই মধ্যবিত্ত শ্রেণীর উপর কী চাপ থাকে সেটা তিনি বোঝেন। বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করা এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে। তবে মধ্যবিত্ত শ্রেণীর জন্য ‘মধ্যবিত্ত’ অর্থমন্ত্রী আলাদিনের কোন আশ্চর্য প্রদীপ নিয়ে হাজির হন সেটাই দেখার!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 4:58 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2023: জ্বালানি, সোনার দামে কি মধ্যবিত্তকে স্বস্তি দেবেন নির্মলা? বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা!