এবার থেকে ১০ ঘণ্টা কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?

Last Updated:

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি একটি রিপোর্ট সামনে আসে যাতে দাবি করা হয় যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার থেকে সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কাজ করতে হবে ৷ অথার্ৎ ১০ ঘণ্টা কাজ করতে হবে ৷ কেন্দ্র সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এটা সঠিক নয় ৷ সরকারি ফ্যাক্ট চেকার PIB Fact Check এদিন তাদের একটি রিপোর্টে জানিয়েছে যে এটা সম্পূর্ণ ফেক ৷ এতে পরিষ্কার জানানো হয়েছে যে কেন্দ্র সরকারের তরফে এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি আর না এরকম কোনও প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ৷
গত কয়েকদিনে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয় যে কেন্দ্র সরকারী কর্মীদের কাজের সময়ে বদল আনতে চলেছে সরকার ৷ সেই অনুযায়ী, শনিবার তাদের আর ছুটি থাকবে না এবং সকাল ৯ টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কাজ করতে হবে ৷
অর্থমন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে,‘কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যালাউন্স থেকে টাকা কাটা পরিকল্পনা নেই ৷ বর্তমান নিয়ম অনুযায়ী আপাতত পেমেন্ট করা হবে ৷ সরকার এই নিয়ে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না ৷’
advertisement
advertisement
তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ তৎকাল রূপে এই নিয়ম লাগু করা হয়েছে ৷ অফিসে কাজ শুরু করার আগে এই অ্যাপে কর্মীদের তাদের স্ট্যাটাস রিভিউ করতে হবে ৷ অ্যাপে ‘safe’ বা ‘low risk’ দেখালেই তারা আসা যাওয়া করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার থেকে ১০ ঘণ্টা কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement