২ হাজার টাকা নোট বদলের সময়সীমা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক ? ইঙ্গিত শীর্ষ ব্যাঙ্কারদের
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২ হাজার টাকার নোট বদলের সময়সীমা শেষ হচ্ছে আজ, ৩০ সেপ্টেম্বর। তবে এই সময়সীমা অক্টোবর পর্যন্ত বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।
কলকাতা: ২ হাজার টাকার নোট বদলের সময়সীমা শেষ হচ্ছে আজ, ৩০ সেপ্টেম্বর। তবে এই সময়সীমা অক্টোবর পর্যন্ত বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এমনই ইঙ্গিত দিয়েছেন এক বর্ষীয়ান আধিকারিক। তবে প্রকাশ্যে এ কথা বলতে অস্বীকার করেছেন তিনি।
ওই আধিকারিকের কথায়, ‘মনে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ২ হাজার টাকার নোট বদলের সময়সীমা অন্তত এক মাসের জন্য বাড়াবে। না হলে অনাবাসী এবং বিদেশে বসবাসরত ভারতীয়রা অসুবিধায় পড়বেন’। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ৩.৩২ লক্ষ কোটি টাকার ২ হাজারের নোট ফেরত এসেছে যা প্রায় বাজারের প্রচলিত নোটের ৯৩ শতাংশ। ৩১ জুলাই পর্যন্ত এই সংখ্যা ছিল ৩.১৪ লক্ষ কোটি টাকা, যা প্রচলিত ২ হাজার টাকার নোটের ৮৮ শতাংশ।
advertisement
advertisement
ক্লিন নোট নীতির আওতায় ১৯ মে বাজার থেকে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। বিবৃতিতে আরবিআই জানায়, ‘ক্লিন নোট পলিসির আওতায় ২ হাজার টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এই বিবৃতিতে ব্যাঙ্কগুলোকে ২ হাজার টাকার নোট ইস্যু করতে বারণ করা হয়। পাশাপাশি আমজনতাকে ২ হাজার টাকার নোট বদল বা জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।
advertisement
advertisement
প্রাক্তন ডেপুটি গভর্নর আর গান্ধিও মনে করছেন, সময়সীমা বাড়ানো হতে পারে তবে কিছু শর্তসাপেক্ষে। তাঁর কথায়, ‘এই সময় যাঁরা বিদেশে ছিলেন তাঁদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক’।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 2:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২ হাজার টাকা নোট বদলের সময়সীমা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক ? ইঙ্গিত শীর্ষ ব্যাঙ্কারদের