Union Budget 2023: কৃষকদের জন্য সুখবর, বাজেটে পিএম কিষাণের টাকা ৬ হাজার থেকে বেড়ে ৮ হাজার হতে পারে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
আসন্ন বাজেটে পিএম কিষাণে অর্থ সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৮ হাজার টাকা করা হতে পারে।
কলকাতা: পিএম কিষাণের সুবিধাভোগী কৃষকদের জন্য সুখবর। বাজেটে বাড়তে পারে নগদ টাকার পরিমাণ। দেশের কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে দেশের লক্ষাধিক কৃষক নগদ অর্থ সাহায্য পান। আসন্ন বাজেটে পিএম কিষাণে অর্থ সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৮ হাজার টাকা করা হতে পারে।
২০১৯ সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তারপর থেকে বছরে তিন কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৬ হাজার টাকা পাঠানো হয়। এই টাকায় কৃষকরা বীজ, সার কেনেন। প্রসঙ্গত বলে রাখা ভাল, ১৩ তম কিস্তির টাকা এখনও কৃষকদের মধ্যে বিতরণ করেনি কেন্দ্র সরকার।
advertisement
advertisement
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আসন্ন বাজেটে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়িয়ে ৮ হাজার করা হবে। চারটি সমান কিস্তিতে সেই টাকা পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ভারত সরকারের একটি উদ্যোগ। এতে কৃষকদের আয় সহায়তা হিসেবে প্রতি বছর ৬০০০ টাকা করে দেওয়া হয়। দেশের লক্ষাধিক কৃষক এই সুবিধা পান। ২০১৯ সালে অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট পেশের সময় তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গয়াল এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।
advertisement
এখনও পর্যন্ত এই প্রকল্পে ১২টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। যার শেষ কিস্তির টাকা দেওয়া হয় ১৭ অক্টোবর। দেশের প্রায় ১২ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পান। পিএম কিষাণ সম্মান নিধি খাতে বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা ব্যয় করে কেন্দ্র সরকার। প্রতি বছর প্রত্যেক কৃষককে ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়।
advertisement
পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য কৃষককে ভূলেখ যাচাইকরণ এবং ই-কেওয়াইসি দিতে হয়। যেহেতু পিএম কিষাণ নিবন্ধিত কৃষকদের জন্য একটি ই-কেওয়াইসি বাধ্যতামূলক, তাই ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি পিএম কিষাণ পোর্টালে পাওয়া যায়। অথবা বায়োমেট্রিক ভিত্তিক ই-কেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও কৃষক তাঁর স্টেটাস জানতে ১৫৫২৬১ নম্বরে ফোন করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 5:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: কৃষকদের জন্য সুখবর, বাজেটে পিএম কিষাণের টাকা ৬ হাজার থেকে বেড়ে ৮ হাজার হতে পারে!