Budget 2023: নতুন আয়কর কাঠামোয় ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্র, বাজেটেই হতে পারে ঘোষণা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর কার্যালায়।
#কলকাতা: আয়কর কাঠামোয় ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের বিষয়ে বিবেচনা করছে কেন্দ্র সরকার। ১ ফেব্রুয়ারি বাজেটেই সংশোধিত স্ল্যাবের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর কার্যালায়।
বাজেটে আয়কর স্ল্যাবের পরিবর্তন হবে কি না জানতে চেয়ে অর্থমন্ত্রকে মেল করেছিল রয়টার্স। কিন্তু সেই মেলের কোনও জবাব মেলেনি।
advertisement
আয়করকে সহজতর করার জন্য ২০২২ সালে ঐচ্ছিক আয়কর স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এতে বার্ষিক আয়ের উপর কম করের হার অফার করা হয়। কিন্তু আবাসন ভাড়া এবং বিমা খাতে ছাড় না দেওয়ায় এই স্কিম নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি আয়করদাতারা। একটি সরকারি সূত্র জানিয়েছে, নতুন আয়কর ব্যবস্থায় ছাড় এবং ট্যাক্স ডিডাকশনের অনুমতি দেওয়া হলে এটা আরও জটিল হয়ে যাবে। তাছাড়া এই স্কিম চালুর ভিন্ন উদ্দেশ্য ছিল’।
advertisement
বর্তমানে একজন আয়করদাতা কোন সেটের আওতায় কর দেবেন, সেটা নিজেই ঠিক করতে পারেন। যদিও কতজন করদাতা নতুন কর ব্যবস্থায় আয়কর দিচ্ছেন, সেই তথ্য প্রকাশ করেনি কেন্দ্র সরকার। প্রসঙ্গত, বর্তমানে বার্ষিক আয় ন্যূনতম ৫ লাখ টাকা হলে আয়কর দেওয়ার বিধান রয়েছে। যাঁরা প্রতি বছর ৫ লাখ টাকা থেকে সাড়ে ৭ লাখ টাকার মধ্যে আয় করেন তাঁদেরকে নতুন স্কিমের আওতায় ১০ শতাংশ কর দিতে হবে। যেখানে পুরনো স্কিমে এই হার ছিল ২০ শতাংশ। বার্ষিক ১.৫ মিলিয়ন আয়ের উপর ৩০ শতাংশ হারে কর ধার্য হয়।
advertisement
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই আয়কর স্ল্যাব বদলের ঘোষণা করতে পারেন তিনি। এতে মধ্যবিত্ত করদাতারা যে বড় স্বস্তি পাবেন বলাই বাহুল্য। সম্প্রতি একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আমিও মধ্যবিত্ত। তাই মধ্যবিত্তদের চাপ বুঝতে পারি’। তাই নতুন আয়কর কাঠামোয় ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
advertisement
বিশেষজ্ঞরা আরও বলছেন, বাড়ি ভাড়া ও বিমার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত। পাশাপাশি আরও ছাড়ের আওতায় আনতে হবে পিপিএফ এবং অন্যান্য ট্যাক্স সেভিংস স্কিমকেও। নতুন বিকল্প আয়কর প্রকল্পকে করদাতাদের কাছে আকর্ষণীয় করতে অর্থমন্ত্রীর মৌলিক ছাড়ের সীমা বাড়ানো এবং সর্বোচ্চ কর হারের সীমা বাড়ানোর পাশাপাশি কিছু জনপ্রিয় ট্যাক্স ডিডাকশনও আনা উচিত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 2:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2023: নতুন আয়কর কাঠামোয় ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্র, বাজেটেই হতে পারে ঘোষণা!