Coal India: কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে কোল ইন্ডিয়া? এই ৪ কারণে ব্যাপক টাকা ঢালছেন বিনিয়োগকারীরা

Last Updated:

Coal India: ঘুরে দাঁড়াচ্ছে কোল ইন্ডিয়ার শেয়ার। এক সপ্তাহে বেড়েছে ১৯ শতাংশ। নিফটি ৫০ সূচকে কোল ইন্ডিয়ার শেয়ারই এখন শীর্ষে।

ঘুরে দাঁড়াচ্ছে কোল ইন্ডিয়ার শেয়ার। এক সপ্তাহে বেড়েছে ১৯ শতাংশ। নিফটি ৫০ সূচকে কোল ইন্ডিয়ার শেয়ারই এখন শীর্ষে। ২০১০ সালের পর থেকে এটাই দেশের সর্ববৃহৎ খনি সংস্থার সর্বোচ্চ সাপ্তাহিক লাভ। কোল ইন্ডিয়ার এমন আশ্চর্য পুনরুত্থানের জন্য ৪ কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
তাপবিদ্যুৎ উৎপাদনে বিপ্লব: তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যাপক বৃদ্ধিই এর প্রধান কারণ। বিদ্যুতের চাহিদা বাড়ার ইঙ্গিত দেয়। এটা শুধু কোল ইন্ডিয়ার জন্য উপকারী তা নয়, ই-নিলামের দামেও সাহায্য করে। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে ভারতের বিদ্যুৎ উৎপাদন ৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে যে নতুন শিল্প তৈরি হচ্ছে, এটা তারই প্রমাণ।
advertisement
গত কয়েক বছরে দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বেড়েছে, যা ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে মোট ব্যবহৃত বিদ্যুতের প্রায় ১৪ শতাংশ। তবে এর পরেও তাপ শক্তির ব্যবহার কমেনি। মোট বিদ্যুতের প্রায় ৭৩ শতাংশ এসেছে তাপ শক্তি থেকে। অন্য দিকে, জলবিদ্যুৎ উৎপাদন বছরে ১.৬ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধেও উৎপাদন হ্রাস অব্যাহত থাকবে।
advertisement
advertisement
অপারেশনাল পারফরম্যান্স: কোল ইন্ডিয়ার অপারেশনাল পারফরম্যান্স অসাধারণ কিছু ছিল না। ২০২৩-২৪ অর্থবর্ষে অফটেক ৮ শতাংশ বেড়েছে। আগের বছরের ২৮৩.১ এমটি থেকে বেড়ে ৩০৫.৫ মিলিয়ন টনে পৌঁছেছে। শুধুমাত্র ২০২৩-র অগাস্ট মাসেই অফটেক বেড়েছে ১৫ শতাংশ। আগের বছরের ৫১.২ মেট্রিক টনের জায়গায় হয়েছে ৫৯ মেট্রিক টন। ২০২৪ অর্থবর্ষে কোল ইন্ডিয়া ৭৮০ মেট্রিক টনের লক্ষ নির্ধারণ করেছে। যদিও নুভামা-র মতো কিছু ব্রোকারেজ সংস্থা ৭৪৫ মেট্রিক টন অনুমান করছে। তবে এই অপারেশনাল পারফরম্যান্স কোল ইন্ডিয়ার ভলিউম বৃদ্ধির বিষয়ে যে কোনও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা দূর করবে বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
রিবাউন্ডে ই-নিলামের দাম: অগাস্টে ই-নিলামের প্রিমিয়াম FSA (জ্বালানি সরবরাহ চুক্তি) মূল্যের তুলনায় ৭৮ শতাংশে বেড়েছে। জুনে এই দাম নেমে গিয়েছিল। এপ্রিলের ১৩৭ শতাংশ থেকে প্রায় ৫৫ শতাংশে পৌঁছে যায়। পাওয়ার প্ল্যান্ট চালাতে প্রচুর কয়লার প্রয়োজন। তাই একটি সম্ভাবনা রয়েছে যে অন্যান্য ব্যবহারের জন্য পূর্বে বরাদ্দ করা কয়লা ২০২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধে বিদ্যুৎ উৎপাদনের চাহিদা মেটাতে ব্যবহার করা হতে পারে। ফলে ই-নিলামের দাম বাড়তে পারে।
advertisement
ভ্যালুয়েশন: কোল ইন্ডিয়ার ভ্যালুয়েশন বাড়ছে। সুদ, কর, এবিটডা ইত্যাদির আনুমানিক আয়ের সঙ্গে এন্টারপ্রাইজ ভ্যালুর অনুপাত ৪.৫ গুণ হয়েছে। ফলে বিনিয়োগকারীদের জন্য লাভজনক হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Coal India: কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে কোল ইন্ডিয়া? এই ৪ কারণে ব্যাপক টাকা ঢালছেন বিনিয়োগকারীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement