হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
অনলাইনে টাকা লেনদেনের জন্য কোন অপশনটা বেস্ট? জেনে নিন....

অনলাইনে টাকা লেনদেনের জন্য কোন অপশনটা বেস্ট? জেনে নিন....

ব্যাঙ্কের গ্রাহকরা ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে NEFT, RTGS, IMPS- এই তিন পেমেন্ট মোডের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিন দিন ডিজিটাল পেমেন্ট করার প্রবণতা বেড়েই চলেছে মানুষের মধ্যে ৷ করোনা ভাইরাস ও লকডাউনের জেরে আগের থেকে আরও দ্রুত গতিতে বেড়েই চলেছে ডিজিটাল পেমেন্ট ৷ পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন ফান্ড ট্রান্সফারও ৷ ব্যাঙ্কের গ্রাহকরা ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে NEFT, RTGS, IMPS- এই তিন পেমেন্ট মোডের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন ৷

NEFT- ন্যাশনাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার একটি ইলেক্ট্রনিক পেমেন্ট মোড ৷ একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সহজেই টাকা ট্রান্সফার করা সম্ভব এর মাধ্যমে৷ NEFT এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যায় ৷ এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হয় না ৷ তবে ব্যাঙ্কের শাখা থেকে NEFT করালে অতিরিক্ত শুল্ক দিতে হয় ৷ এই পরিষেবা 24X7 পাওয়া যায় ৷

RTGS- এটা আরও একটি মাধ্যম ৷ ফান্ড ট্রান্সফারের এটা সবচেয়ে ফাস্ট মোড বলে মনে করা হয় ৷ তবে এক ব্যাঙ্কে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা সম্ভব নয় ৷ এই মাধ্যমে কমপক্ষে ২ লক্ষ টাকা ট্রান্সফার করতে হবে ৷ এটা মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ এখানেও ফান্ড ট্রান্সফারের জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হয় না ৷ তবে ব্রাঞ্চে গিয়ে করালে শুল্ক দিতে হবে ৷

IMPS- এখানে রিয়েল টাইমে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যে ইন্টার ব্যাঙ্ক লেনদেনের সুবিধা পাওয়া যায় ৷ এখানে ২ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যেতে পারে ৷ সাধারণত ছোট অঙ্কের টাকার জন্য এই মোড ব্যবহার করা হয়ে থাকে ৷ IMPS মাধ্যমে প্রতি আধ ঘণ্টায় ফান্ড ট্রান্সফার ব্যাচ হিসেবে করা হয় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Online Fund Transfer