অল্টো কিনবেন? K10 না কি Alto 800, কোন গাড়িটা সেরা? কেনার আগে দেখে নিন সব পার্থক্য!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দুটো মডেলই ক্রেতাদের সামনে হাজির। এর মধ্যে কোনটা সবচেয়ে ভাল হবে?
#কলকাতা: দেশের বাজারে মারুতি কে১০ নতুন করে লঞ্চ করল মারুতি সুজুকি ইন্ডিয়া। এটা কোম্পানির দ্বিতীয় লাভজনক গাড়ি। অন্য দিকে, অল্টো ৮০০ মারুতির সবচেয়ে সস্তা গাড়ি। দুটো মডেলই ক্রেতাদের সামনে হাজির। এর মধ্যে কোনটা সবচেয়ে ভাল হবে?
৫ লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে চাইলে মারুতি কে১০ এবং অল্টো ৮০০ দুটোই দুর্দান্ত বিকল্প। এখন দুটো গাড়ির মধ্যে কোনটা বেশি ভাল, মাইলেজ বেশি কে দেয়, কার ইঞ্জিন বেশি শক্তিশালী- এসব নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। চিন্তা নেই। এখানে দুটো গাড়ি নিয়ে তুল্যমূল্য আলোচনা করা হল। সেটা দেখে নিলেই বোঝা যাবে কোন গাড়িটা সেরা।
advertisement
advertisement
নকশা এবং আকারের পার্থক্য: কে১০-এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এটা একেবারে নতুন। কিছুটা সেলেরিও-র মতো দেখতে। এই লুকটা আনার জন্যই কে১০-কে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অন্য দিকে, অল্টো ৮০০-তে রাখা হয়েছে পুরনো লুকই। যাই হোক, অল্টো কে১০ বিখ্যাত হিয়ারটেক্ট প্ল্যাটফর্মে তৈরি, যা আকারের দিক থেকে অল্টো ৮০০-র থেকে অনেক বড়। কে ১০-এর দৈর্ঘ্য, উচ্চতা এবং হুইলবেসও অল্টো ৮০০-র চেয়ে বেশি। তবে উভয় গাড়ির প্রস্থ সমান।
advertisement
ইঞ্জিন এবং মাইলেজের মধ্যে পার্থক্য: নতুন মারুতি কে১০-এ ১.০এল পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যেমনটা সেলেরিও-তে থাকে। এই ইঞ্জিন সর্বোচ্চ ৬৬ বিএইচপি শক্তি এবং ৮৯ এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। ৫ স্পিড ম্যানুয়াল বা এএমটি গিয়ারবক্স-সহ মিলছে। ২৪ কেএমপিএল মাইলেজ দেয়। অন্য দিকে, অল্টো ৮০০-তে ছোট ৭৯৬ সিসিপ্র পেট্রোল ইঞ্জিন। এটা ৪৭ বিএইচপি শক্তি এবং ৬৯ এনএম পিক টর্ক দেয়। পেট্রলের সঙ্গে এই ইঞ্জিন ২২.০৫ কেএমপিএল মাইলেজ দেয় কিন্তু সিএনজিতে এই গাড়িতে ৩১.৫৯ কেএমপিএল মাইলেজ পাওয়া যাচ্ছে।
advertisement
বৈশিষ্ট এবং মূল পার্থক্য: মারুতি অল্টো কে১০ নতুন ফিচারে ভরপুর। মারুতি ৮০০-তে হাতেগোনা ফিচার। কে১০-এ রয়েছে বড় স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডোজ, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, নতুন ইন্সট্রুমেন্ট কনসোল। তবে মারুতি ৮০০-তে প্রয়োজনীয় সব বৈশিষ্টই রয়েছে। কিন্তু সেগুলো অতটা আধুনিক নয়। অল্টো কে১০-এর দাম ৩.৯৯ লক্ষ টাকা থেকে ৫.৮৪ লক্ষ টাকা (এক্স শোরুম)। মারুতি ৮০০-র দাম ৩.৩৯ লক্ষ টাকা থেকে ৫.০৩ লক্ষ টাকার এক্স-শোরুমের মধ্যে।
Location :
First Published :
November 08, 2022 5:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অল্টো কিনবেন? K10 না কি Alto 800, কোন গাড়িটা সেরা? কেনার আগে দেখে নিন সব পার্থক্য!