বাজেট ২০২৩: আমরা তো আছিই খবর নিয়ে, সরাসরি চাইলে কোথায় দেখবেন নির্মলার ভাষণ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এবারের কেন্দ্রীয় বাজেটের তারিখ, সময়, সম্প্রসারণের ব্যাপারে জেনে নেওয়া যাক সব খুঁটিনাটি।
কলকাতা: সবার সব উৎকণ্ঠা এখন এসে ঠেকেছে প্রতীক্ষার শেষ প্রহরে। হাতে আর মাত্র একটা দিন! যে-ই না নতুন সকালের মুখ দেখবে ১ ফেব্রুয়ারি, ২০২৩, দেশ জুড়ে তৎপর হয়ে উঠবেন সরকারি কর্তৃপক্ষ থেকে শুরু করে আমজনতার সবাই। ১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ, বুধবারেই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এই কেন্দ্রীয় বাজেটের প্রতিটি আপডেট পাঠকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নিউজ১৮ বাংলা। কথার খেলাপ হবেও না। তবে নিউজ১৮ বাংলার খাস আপডেটের সঙ্গে কেউ যদি নির্মলার ভাষণে সরাসরি চোখ রাখতে চান, কান পাততে চান, তাহলে কী করতে হবে?
advertisement
advertisement
এবারের কেন্দ্রীয় বাজেটের তারিখ, সময়, সম্প্রসারণের ব্যাপারে জেনে নেওয়া যাক সব খুঁটিনাটি।
তারিখ
সংসদে বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে ৩১ জানুয়ারি, ২০২৩ তারিখ, মঙ্গলবার থেকেই। ওই একই তারিখে ইকোনমিক সার্ভেও পর্যালোচনা করা হবে।
কেন্দ্রীয় এই বাজেট অধিবেশন শেষ হবে ৬ এপ্রিল, ২০২৩ তারিখে।
বাজেটের ঘোষণা কখন শুরু হবে?
১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ, বুধবার সকাল ১১টা থেকে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভাষণ শুরু হবে। সবার সামনে তিনি প্রকাশ করবেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং তার উন্নয়নের পরিকল্পনা। অনুমান করা হচ্ছে যে পরবর্তী ঘন্টা দুই এই অধিবেশন চলতে পারে।
advertisement
বাজেট ২০২৩ লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
সরকারি অনুষ্ঠান, তার সরাসরি সম্প্রসারণও হবে সরকারি টেলিভিশন চ্যানেলে। ২০২১ সালে লোকসভা টেলিভিশন এবং রাজ্যসভা টেলিভিশন দুই চ্যানেল এক হয়ে যায়, আত্মপ্রকাশ করে নতুন চ্যানেল সংসদ টেলিভিশন- এখানেই ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটের সরাসরি সম্প্রসারণ হবে।
advertisement
এছাড়া, গুরুত্বপূর্ণ ১৪টি বাজেট নথির যাবতীয় আপডেট পাওয়া যাবে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে; হিন্দি এবং ইংরেজিতে তা পড়তে পারবেন ইউজাররা।
কীভাবে ডাউনলোড করতে হবে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ?
- ইউনিয়ন বাজেট ওয়েব পোর্টালের এই লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে: https://www.indiabudget.gov.in/
বাজেট নথি কি হাতে পাওয়া যাবে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণ তথা বাজেট অধিবেশন শেষ হলে এই নথিগুলো অ্যাপে চলে আসবে, তখন তা ডাউনলোড করে রাখতে পারবেন ইউজার।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 12:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজেট ২০২৩: আমরা তো আছিই খবর নিয়ে, সরাসরি চাইলে কোথায় দেখবেন নির্মলার ভাষণ?