Digital Transaction: ডেবিট, ক্রেডিট ও পে লেটার কার্ডের তফাত কোথায়? দেখে নিন একনজরে!

Last Updated:

Digital Transaction: তবে এরপরেও ক্রেডিট কার্ডের সুযোগসুবিধা পে লেটার কার্ডের তুলনায় অনেক বেশি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং পে লেটার কার্ড অধুনা আমাদের অনেকেরই রোজকার জীবনের অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠেছে। দোকানে, রেস্তোরাঁয়, শপিং মলে বা অনলাইনে কেনাকাটা করার জন্য আমাদের নিত্যদিনের সঙ্গী এই ‘প্লাস্টিক মানি’ (Digital Transaction)। এই কার্ডগুলোর লেনদেন প্রক্রিয়াও এক। কিন্তু এটিএম বা মার্চেন্ট আউট লেটগুলিতে কার্ড সোয়াইপের পর বোঝা যায় এগুলোর পার্থক্য (Digital Transaction)।
মাই মানি মন্ত্রা ডট কমের প্রতিষ্ঠাতা এবং এমডি রাজ খোসলা বলছেন, ‘পে ল্যাটার কার্ডের ক্রেডিট সীমা ক্রেডিট কার্ডের তুলনায় কম। পে লেটার কার্ডে ন্যূনতম ক্রেডিট সীমা ২   হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ পর্যন্ত দেওয়া হয়। সেখানে ক্রেডিট কার্ডের সীমা শুরুই হয় ২০ হাজার টাকা থেকে। গ্রাহকের ব্যবহার, উপার্জন, ঋণ শোধের সময় এবং ব্যায়ের ফ্রিকোয়েন্সির উপর সর্বোচ্চ সীমা ঠিক হয়’।
advertisement
advertisement
সঙ্গে খোসলা যোগ করেছেন, ‘পে লেটার কার্ডের সুবিধা হল লেনদেনের পরিমাণকে তিনটি কিস্তিতে ভাগ করার সুবিধা দেয়। অন্য দিকে ক্রেডিট কার্ডে মাসিক কিস্তিতে টাকা শোধ করতে হয়’। তবে পে লেটার কার্ডে রিভলভিং ইন্টারেস্ট দিতে হয় না। অর্থাৎ গ্রাহক যদি আংশিক বিল পরিশোধ করেন, তাহলে নতুন কেনাকাটার উপর বাকি টাকার সুদ প্রযোজ্য হয় না। ক্রেডিট কার্ডে এই সুবিধা নেই।
advertisement
এই অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন পয়সা বাজার ডট কমের ক্রেডিট কার্ডের সহযোগী পরিচালক এবং প্রধান শচীন বাসুদেব। তিনি বলছেন, ‘ক্রেডিট কার্ডের টাকা সময়মতো না-মেটালে, মোটা সুদ গুণতে হয়। যা বছরে ৩৬ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। থাকতে পারে অন্যান্য মাশুলও। ন্যূনতম পরিশোধের টাকা সময় মতো না দিলে দিতে হয় লেট ফি’।
advertisement
তবে এরপরেও ক্রেডিট কার্ডের সুযোগসুবিধা পে লেটার কার্ডের তুলনায় অনেক বেশি। সময় মতো বিল পরিশোধ করলে পে লেটার কার্ডে ১ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হয়। ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক তো মেলেই, সঙ্গে পাওয়া যায় রিওয়ার্ড পয়েন্ট, ডিসকাউন্ট এবং এয়ার মাইলের মতো বেশ কিছু সুবিধা। খোসলা বলছেন, ‘সর্বাধিক সুবিধা পেতে গ্রাহক তাঁর ব্যায়ের ধরন অনুযায়ী ক্রেডিট কার্ড বেছে নিতে পারেন’।
advertisement
তবে কোনওভাবেই ক্রেডিট বা পে লেটার কার্ডের সঙ্গে ডেবিট কার্ডের তুলনা করা যায় না। কারণ ডেবিট কার্ড গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নগদেরই প্রতিরূপ। অন্যদিকে ক্রেডিট এবং পে লেটার কার্ড আদতে এক ধরনের ঋণ। যা সঠিক সময়ে পরিশোধ করতে হবে। না হলে তার উপর সুদ চাপবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Digital Transaction: ডেবিট, ক্রেডিট ও পে লেটার কার্ডের তফাত কোথায়? দেখে নিন একনজরে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement