Two Wheeler Loan: টু হুইলারের জন্য কীভাবে দ্রুত ঋণ পাওয়া যাবে? জেনে নিন

Last Updated:

Two Wheeler Loan: এনবিএফসি এবং ঋণদাতারা এখন লোন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দিয়েছে।

#নয়াদিল্লি: দেশের একটি বিশাল জনগোষ্ঠী লোন নিয়ে টু হুইলার কিনে থাকেন। অতীতের তুলনায় এখন লোন নেওয়া অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যদি‌ এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকে তাহলে সহজেই মোটরসাইকেল বা যে কোনও টু হুইলারের জন্য লোন নেওয়া যেতে পারে। ক্রেডিট স্কোর অনুযায়ী, বাইকের দামের প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। আবার কিছু কোম্পানি ৯০-৯৫ শতাংশ পর্যন্ত লোন দেয়। এখন ব্যাঙ্কগুলির পাশাপাশি এনবিএফসিগুলিও প্রচুর পরিমাণে লোন দিচ্ছে। এনবিএফসি এবং ঋণদাতারা এখন লোন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দিয়েছে।
লোনের আবেদন করার সময় অসতর্ক হওয়া যাবে না। অফলাইন বা অনলাইন, সবেতেই আবেদন করার সময় সতর্ক থাকতে হবে, এমনকী ছোট ছোট বিষয়গুলির উপরও নজর রাখতে হবে। অন্যথায়, এই ছোট ভুলগুলোর জন্যই লোনের আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বা লোন পেতে বিলম্ব হতে পারে। লোনের জন্য আবেদন করার আগে কোনও ব্যাঙ্ক বা এলবিএফসি থেকে লোনের যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া উচিত। এর ফলে লোনের প্রক্রিয়া সহজ হয়ে যায় । সঠিক তথ্য না থাকলে লোনের জন্য দৌড়াদৌড়ি করেও ঋণ পাওয়া যাবে না। আবেদনকারীর যোগ্যতা যাচাই করার উদ্দেশ্যে বিভিন্ন ঋণদাতা বিভিন্ন মানদণ্ড তৈরি করে রাখনে। মানদণ্ড প্রত্যেক সংস্থার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় তবে কিছু কিছু বিষয় একই থাকে।
advertisement
advertisement
ঋণের জন্য আবেদন করার সময় সাধারণত এই শর্তগুলি পূরণ করা প্রয়োজন। একটি স্থায়ী বসবাসের ঠিকানা থাকতে হবে। অন্তত ১২ মাসের ভারতীয় নাগরিক হতে হবে। যদি ভাড়া থাকেন তাহলে ভাড়ার চুক্তি থাকতে হবে। এছাড়া লোনের জন্য আবেদন করার সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ঋণের মেয়াদপূর্তির সময় সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে। CIBIL স্কোর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ৬৫০+ একটি ভালো CIBIL স্কোর হিসাবে বিবেচিত হয়। এছাড়া স্থিতিশীল কর্মসংস্থানের অবস্থা থাকা প্রয়োজন অথবা যদি স্ব-কর্মসংস্থান থাকে, তাহলে কোম্পানির আইটি রিটার্ন ঋণদাতার কাছে জমা দিতে হবে। কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে যে নথিগুলি কাছে রাখা উচিত সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পরিচয় যাচাইকরণের জন্য আইডি এবং ঠিকানার প্রমাণ, বেতন স্লিপ, আইটি রিটার্ন এবং নিয়মিত আয় যাচাই করার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Two Wheeler Loan: টু হুইলারের জন্য কীভাবে দ্রুত ঋণ পাওয়া যাবে? জেনে নিন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement