হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
অ্যাকাউন্ট পেয়ি ও ক্রস চেকের মধ্যে পার্থক্য কী ? চেক দেওয়ার আগে জেনে নিন

অ্যাকাউন্ট পেয়ি ও ক্রস চেকের মধ্যে পার্থক্য কী ? চেক দেওয়ার আগে জেনে নিন

ব্যাঙ্ক দুই ধরনের চেক জারি করে। সেগুলি হল এ/সি পেয়ি বা অ্যাকাউন্ট পেয়ি এবং চেক এন্ডোর্সমেন্ট। এখন দেখে নেওয়া যাক এই দুই ধরনের চেকের পার্থক্য।

  • Share this:

কলকাতা: ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট হোল্ডারকে দুটি জিনিস দেওয়া হয়। পাসবুক এবং চেকবুক। পাসবুকে লেনদেন সংক্রান্ত তথ্য থাকে। আর চেকবুকের চেক ব্যবহার করা হয়, কাউকে টাকা দেওয়ার জন্যে। অর্থাৎ চেক হল, কাউকে টাকা দেওয়ার জন্যে ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া।

চেকে প্রাপকের নাম, ব্যাঙ্কের বিশদ, টাকার পরিমাণ এবং প্রেরকের স্বাক্ষর করতে হয়। এগুলো না থাকলে ব্যাঙ্ক পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারে না। এছাড়া কোনও তথ্য ভুল থাকলে ব্যাঙ্ক চেক নেবে না। ব্যাঙ্ক দুই ধরনের চেক জারি করে। সেগুলি হল এ/সি পেয়ি বা অ্যাকাউন্ট পেয়ি এবং চেক এন্ডোর্সমেন্ট। এখন দেখে নেওয়া যাক এই দুই ধরনের চেকের পার্থক্য।

আরও পড়ুন: ৫ লাখ টাকা বিনিয়োগ করলেই মিলবে ৫০ লাখ! জীবন বদলে দেবে LIC-র এই পলিসি!

এ/সি পেয়ি: এ/সি পেয়ি চেক অ্যাকাউন্ট পেয়ি চেক নামেও পরিচিত। চেকে যে পরিমাণ টাকার কথা লেখা আছে সেটা শুধুমাত্র তাকেই দেওয়া হবে যার নাম চেকে লেখা থাকবে। এ/সি পেয়ি লিখে চেকের বাম দিকের কোণে দুটি লাইন টানা হয়। এর অর্থ হল শুধু সেই ব্যক্তিই টাকা পাবেন যার নাম চেকে লেখা হয়েছে। অন্য কোনও ব্যক্তি অ্যাকাউন্ট পেয়ি চেক নগদ করাতে পারবেন না। এর সবচেয়ে বড় সুবিধা হল, কোনও প্রতারক চেক ভাঙিয়ে নিজের নামে নগদ নিতে পারবে না। কারণ অর্থ শুধুমাত্র প্রাপকের অ্যাকাউন্টেই যাবে। ফলে অপব্যবহারের সম্ভাবনা নেই বললেই চলে।

ক্রস চেক : চেকের কোণে দুটি লাইনের মধ্যে এ/সি পেয়ি লেখা না থাকলে তাকে ক্রস চেক বলা হয়। এর উল্টোদিকে স্বাক্ষর করা যেতে পারে। চেকের প্রাপক ব্যাঙ্কে যেতে না পারলে তিনি অর্থ গ্রহণের জন্যে অন্য কোনও ব্যক্তিকে পাঠাতে পারেন। তাই অনুমোদনের জন্যে চেকের পিছনে স্বাক্ষর করা আবশ্যক। এই চেকের এটাই সুবিধা। কোনও ব্যক্তি ব্যাঙ্কে যেতে না পারলেও টাকা পেতে কোনও অসুবিধা হয় না।

চেকের প্রাপক যদি ব্যাঙ্কে যাওয়ার মতো অবস্থায় না থাকেন, তাহলে তিনি অন্য কোনও ব্যক্তিকে অর্থ গ্রহণের জন্য পাঠাতে পারেন। এই প্রক্রিয়াটিকেই চেক এন্ডোর্সমেন্ট বলা হয়। আর চেকটিকে এন্ডোর্সড চেক।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: A/C Payee, Cheque Endorsement