জিও-তে বিনিয়োগ করে ফেসবুকের কী লাভ হতে চলেছে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ফেসবুকের এই বিনিয়োগের মাধ্যমে কী কী লাভ হবে ?
#মু্ম্বই: জিওতে বিনিয়োগ মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুকের ৷ দেশের প্রযুক্তি ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ ৷ এই বিনিয়োগের জেরে জুকারবার্গের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে মুকেশ আম্বানির ই-কমার্স সংস্থা জিওমার্ট ৷ দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য ফেসবুককে স্বাগত জানিয়েছেন মুকেশ আম্বানি ৷ এর মাধ্যমে জীবন যাত্রা ও ব্যবসায়িক লেনদেন সহজ করবে বলে মনে করা হচ্ছে ৷
মুকেশ আম্বানি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করবে এই চুক্তি ৷ করোনা পরবর্তী অর্থনীতির হাল ফেরাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে জুকারবার্গ জানিয়েছেন, ভারতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারী লক্ষ লক্ষ মানুষ অনলাইনে ব্যবসার সুযোগ সুবিধা পাবেন ৷
ফেসবুকের এই বিনিয়োগের মাধ্যমে কী কী লাভ হবে ?
advertisement
advertisement
ছোট অংশীদারদের মধ্যে ফেসবুকের অংশীদারিত্ব সবচেয়ে বেশি হবে ৷
জিও-র ৩৮.৮ কোটি গ্রাহকদের মাধ্যমে ফেসবুক আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে ৷
৬ কোটি ছোট ব্যবসায়ীদের জন্য সুযোগ তারি করতে সাহায্য করবে ৷
ফেসবুকের তরফে জানানো হয়েছে রিলায়েন্সের নতুন ই-রিটেলের নতুন ই-কমার্স ব্যবসা আরও দ্রুত গতিতে বাড়বে ৷ জিওমার্ট প্ল্যাটফর্মে রিটেল ব্যবসা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ মোবাইলের মাধ্যমে মানুষকে ব্যবসার সঙ্গে যুক্ত করা হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2020 11:43 AM IST