জিও-তে বিনিয়োগ করে ফেসবুকের কী লাভ হতে চলেছে ?

Last Updated:

ফেসবুকের এই বিনিয়োগের মাধ্যমে কী কী লাভ হবে ?

#মু্ম্বই: জিওতে বিনিয়োগ মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুকের ৷ দেশের প্রযুক্তি ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ ৷ এই বিনিয়োগের জেরে জুকারবার্গের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে মুকেশ আম্বানির ই-কমার্স সংস্থা জিওমার্ট ৷ দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য ফেসবুককে স্বাগত জানিয়েছেন মুকেশ আম্বানি ৷ এর মাধ্যমে জীবন যাত্রা ও ব্যবসায়িক লেনদেন সহজ করবে বলে মনে করা হচ্ছে ৷
মুকেশ আম্বানি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করবে এই চুক্তি ৷ করোনা পরবর্তী অর্থনীতির হাল ফেরাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে জুকারবার্গ জানিয়েছেন, ভারতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারী লক্ষ লক্ষ মানুষ অনলাইনে ব্যবসার সুযোগ সুবিধা পাবেন ৷
ফেসবুকের এই বিনিয়োগের মাধ্যমে কী কী লাভ হবে ?
advertisement
advertisement
ছোট অংশীদারদের মধ্যে ফেসবুকের অংশীদারিত্ব সবচেয়ে বেশি হবে ৷
জিও-র ৩৮.৮ কোটি গ্রাহকদের মাধ্যমে ফেসবুক আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে ৷
৬ কোটি ছোট ব্যবসায়ীদের জন্য সুযোগ তারি করতে সাহায্য করবে ৷
ফেসবুকের তরফে জানানো হয়েছে রিলায়েন্সের নতুন ই-রিটেলের নতুন ই-কমার্স ব্যবসা আরও দ্রুত গতিতে বাড়বে ৷ জিওমার্ট প্ল্যাটফর্মে রিটেল ব্যবসা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ মোবাইলের মাধ্যমে মানুষকে ব্যবসার সঙ্গে যুক্ত করা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও-তে বিনিয়োগ করে ফেসবুকের কী লাভ হতে চলেছে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement