War in Ukraine : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?

Last Updated:

War in Ukraine : এই যুদ্ধে সবচেয়ে বেশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
#নয়াদিল্লি: রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের পর বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা তৈরি হবে। বিদেশি ব্রোকারেজ ফার্মের নোমুরা (Nomura) জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সঙ্কটের (Russia Ukraine War) প্রভাব সারা বিশ্বে পড়বে। বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হবে। এই যুদ্ধে সবচেয়ে বেশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের বাজারে বিপদের মেঘ আশঙ্কা করা হচ্ছে। বিদেশি ব্রোকারেজ ফার্ম নোমুরা বলেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখা দেবে। করোনাভাইরাসের অতিমারী থেকে পুনরুদ্ধার হওয়া বিশ্ব অর্থনীতির জন্য এটিই খুবই বিপজ্জনক।
নোমুরা তাদের প্রতিবেদনে বলেছন, ভারত এশিয়ার সেই দেশগুলির মধ্যে রয়েছে যারা এই সঙ্কটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। বৃহস্পতিবার ইউক্রেনে হামলার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এই প্রতিবেদনের লেখক অরোদীপ নন্দী এবং সোনাল ভার্মা বলেছেন, তেল ও খাবারের মূল্য বৃদ্ধি এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে প্রভাব ফেলবে।
advertisement
advertisement
নোমুরা আরও বলেছে, এশিয়ার মধ্যে ভারত, থাইল্যান্ড এবং ফিলিপাইনকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে এই যুদ্ধ। যদিও ইন্দোনেশিয়া কিছুটা লাভবান হতে পারে। এই সঙ্কটের জন্য ভারতে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি ভারতের আর্থিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। ভারত তার চাহিদার ৮৫ শতাংশ তেল আমদানি করে। তেলের দাম দশ শতাংশ বৃদ্ধির ফলে জিডিপি ০.২ শতাংশ হ্রাস পেতে পারে।
advertisement
আর্থিক হার বাড়তে পারে
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আর্থিক নীতি সামঞ্জস্যপূর্ণ বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। তবে এমন একটি সম্ভাবনাও রয়েছে, যদি মুদ্রাস্ফীতি বাড়তে থাকে তবে আরবিআই তার নীতি কঠোর করতে পারে। চলতি মাসের শুরুর দিকে মুদ্রানীতি কমিটির বৈঠকে আগামী অর্থবছরে গড় মূদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশ হতে পারে বলে আশা করা হয়েছিল।
advertisement
সাম্প্রতিক সময়ের একটি গবেষণা অনুসারে ভারতের অপরিশোধিত তেলের ব্যারেলে প্রতি ১০ ডলার বৃদ্ধি হলে তাৎ জিডিপি বৃদ্ধি ০.১০ শতাংশ কমাতে পারে। ২০২১-২২ অর্থবছরে ভারতের বৃদ্ধির হার ৯.২ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
War in Ukraine : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement