How Check Your Financial Vitality Score | মাত্র ৫ মিনিটে নিজের আর্থিক সক্ষমতা মাপুন, করুন এই পরীক্ষা

Last Updated:

শারীরিক লক্ষণের মতোই চার-পাঁচটি সর্বজনস্বীকৃত এবং গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যা থেকে কারও আর্থিক স্বাস্থ্যের মূল্যায়ণ করা যায়।

#নয়াদিল্লি: ‘যদি পরিমাপ করতে না পারেন তাহলে পরিবর্তন করতেও পারবেন না’। এমনটাই বলেছিলেন ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকার।
চিকিৎসকের কাছে গেলে কী হয়েছে জিজ্ঞেস করার আগে পালস, ব্লাড প্রেশার মাপা হয়। কেন? কারণ এগুলো একপ্রকার স্বাস্থ্যের মানদণ্ড। যা ‘অত্যাবশ্যক লক্ষণ’ হিসেবে দেখেন চিকিৎসকরা। এ থেকেই স্বাস্থ্যের সামগ্রিক ধারণা পেয়ে যান তাঁরা।
আর্থিক ক্ষেত্রেও অনেকটা সেরকম। শারীরিক লক্ষণের মতোই চার-পাঁচটি সর্বজনস্বীকৃত এবং গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যা থেকে কারও আর্থিক স্বাস্থ্যের মূল্যায়ণ করা যায়। এখানে তেমনই একটি ‘টুল’-এর সন্ধান দেওয়া হল। যার মাধ্যমে মাত্র ৫ মিনিটেরও কম সময়ে কোনও ব্যক্তির আর্থিক ক্ষমতা মূল্যায়ণ করা সম্ভব। শুধু তাই নয়, আর্থিক স্বাস্থ্যের (financial health) মূল্যায়ণের পাশাপাশি এর মাধ্যমে কৌশলগত আর্থিক পরিকল্পনার (financial planning) একটি রোডম্যাপও চোখের সামনে ফুটে উঠবে।
advertisement
advertisement
আর্থিক স্বাস্থ্য মূল্যায়ণের (Financial vitality score) পাঁচটি মাপকাঠি রয়েছে। সেগুলি হল, লিকুইডিটি অনুপাত, ঋণ অনুপাত, সঞ্চয় অনুপাত, নেট মূল্য অনুপাত এবং প্রাথমিক আয়ের অনুপাত।
লিকুইডিটি অনুপাত (Liquidity ratio): জরুরি অবস্থার সময় কারও অর্থনৈতিক নিরাপত্তা কতটা মজবুত তা মাপা যায় এর সাহায্যে। বর্তমানে মহামারী, অর্থনৈতিক মন্দা, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি, এবং আর্থিক বিপর্যয় ঘোর বাস্তবতা। তাই সেফটি নেট শুধুমাত্র আর্থিক স্বাস্থ্যের জন্যই নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। এটা মাপার ফর্মুলা হল - লিকুইডিটি অনুপাত = জরুরি অবস্থার জন্য মূলধন/মাসিক খরচ।
advertisement
উদাহরণ: ধরা যাক মাসিক খরচ ৫০ হাজার টাকা। জরুরি অবস্থার জন্য মূলধন ১০ লাখ। লিকুইডিটির অনুপাত হল ২০।
ঋণ অনুপাত (Debt Ratio): এর সাহায্য একজন ব্যক্তির ঋণ পরিশোধ তার দৈনন্দিন জীবনে বোঝা হয়ে দাঁড়াচ্ছে কি না তা বোঝা যায়। ঋণ অনুপাত বেশি হলে আর্থিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। এর ফর্মুলা হল - ঋণের অনুপাত = (সমস্ত ঋণের ইএমআই/মাসিক মোট বেতনের যোগফল) * ১০০।
advertisement
উদাহরণ: ধরা যাক কাউকে মাসে ২০ হাজার টাকা হোম লোন এবং ১০ হাজার টাকা কার লোন মেটাতে হয়। তাঁর মাসিক আয় ৩ লাখ। তাহলে তার ঋণ অনুপাত হল ৩০০০০/ ৩০০০০০ বা ১০ শতাংশ।
সঞ্চয় অনুপাত (Savings ratio): এর সাহায্যে কোনও ব্যক্তির মোট আয় থেকে সঞ্চয়ের হার বোঝা যায়। মোটা অঙ্কের অবসরকালীন মূলধন নিয়ে চাকরি জীবন শেষ করা মানেই যে তিনি বিশাল টাকা বেতন পেতেন তা মোটেই নয়, বরং তিনি সঞ্চয়ী ছিলেন।এর ফরমুলা হল - সঞ্চয় অনুপাত = [{মোট মাসিক সঞ্চয় ১ / মোট মাসিক আয়} * ১০০]
advertisement
উদাহরণ: কারও মাসিক আয় ৩ লাখ এবং সঞ্চয় ৬০ হাজার টাকা হলে তাঁর সঞ্চয়ের অনুপাত মোট আয়ের ২০ শতাংশ।
নেট মূল্য অনুপাত (Net worth Ratio): এই অনুপাত একজন ব্যক্তির আয় এবং বয়স বিবেচনা করে তার আর্থিক নেট মূল্য নির্ণয় করতে সাহায্য করে।এর ফরমুলা হল - নেট মূল্য (পর্যাপ্ততা) অনুপাত = [{প্রকৃত মোট মূল্য / প্রত্যাশিত নিট মূল্য} * ১০০]
advertisement
উদাহরণ: যদি একজন ব্যক্তির মোট সম্পত্তি ৮০ লক্ষ টাকা হয় এবং তার দায়বদ্ধতার যোগফল ২০ লক্ষ টাকা হয়, তাহলে প্রকৃত সম্পদ ৬০ লক্ষ টাকা। এখানে ধরে নেওয়া হয়েছে যে ব্যক্তির বয়স ৪০ বছর, এবং বার্ষিক আয় ২৫ লক্ষ টাকা।
প্রাথমিক আয়ের অনুপাত (Primary Income Ratio): এর মাধ্যমে বিভিন্ন সম্পত্তি থেকে আয় (ভাড়া), বিনিয়োগ থেকে আয় (লভ্যাংশ/সুদ, মূলধন লাভ) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফর্মুলা হল - প্রাথমিক আয়ের অনুপাত = [{প্রাথমিক আয়/মোট আয়}* ১০০]
advertisement
উদাহরণ: ধরা যাক মোট আয় ৩০ লাখ এবং প্রাথমিক উৎস থেকে আয় ২৮ লাখ। তাহলে প্রাথমিক আয়ের অনুপাত হবে ৯৩ শতাংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How Check Your Financial Vitality Score | মাত্র ৫ মিনিটে নিজের আর্থিক সক্ষমতা মাপুন, করুন এই পরীক্ষা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement