দুবাই: সম্প্রতি একটি বিজ্ঞাপন নিয়ে চর্চা গোটা বিশ্বেই ৷ সেটা হল দুবাইয়ের বিমানসংস্থা এমিরেটসের দুবাই থেকে ব্রিটেন যাওয়া নিয়ে একটি বিজ্ঞাপন ৷ সবই ঠিক আছে, কিন্তু বুর্জ খালিফার মাথায় উঠে যেভাবে ভিডিওটি শ্যুট করা হয়েছে, তা দেখে সবারই চক্ষু চড়কগাছ ৷ অনেকেই বলেছেন, জীবন বাজি রেখে এই ধরণের বিপজ্জনক বিজ্ঞাপন শ্যুটিংয়ের কোনও মানে নেই ৷ আবার অনেকে দাবি করেন, এই ভিডিও ‘ফেক’ বা ভুয়ো ৷ ওইভাবে নাকি শ্যুটিংই করা হয়নি ৷ যার জবাব অবশ্য সঙ্গে সঙ্গেই দিয়েছে বিমানসংস্থা ৷ বুর্জ খালিফার মাথায় কীভাবে শ্যুটিং করা হয়েছে, তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এমিরেটসের তরফে ৷
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে, এমিরেটসের এক বিমান সেবিকা কয়েকটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে আছেন আকাশ ছোঁয়া বুর্জ খালিফার মাথার উপর। তিনি যাত্রীদের সংস্থার বিমানে চড়ার আবেদন জানাচ্ছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Emirates