Emirates | Burj Khalifa: বুর্জ খালিফার মাথায় কীভাবে হল ‘বিপজ্জনক’ বিজ্ঞাপনের শ্যুটিং ! দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Emirates Shooting on the top of Burj Khalifa: বুর্জ খালিফার মাথায় কীভাবে শ্যুটিং করা হয়েছে, তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এমিরেটসের তরফে ৷
দুবাই: সম্প্রতি একটি বিজ্ঞাপন নিয়ে চর্চা গোটা বিশ্বেই ৷ সেটা হল দুবাইয়ের বিমানসংস্থা এমিরেটসের দুবাই থেকে ব্রিটেন যাওয়া নিয়ে একটি বিজ্ঞাপন ৷ সবই ঠিক আছে, কিন্তু বুর্জ খালিফার মাথায় উঠে যেভাবে ভিডিওটি শ্যুট করা হয়েছে, তা দেখে সবারই চক্ষু চড়কগাছ ৷ অনেকেই বলেছেন, জীবন বাজি রেখে এই ধরণের বিপজ্জনক বিজ্ঞাপন শ্যুটিংয়ের কোনও মানে নেই ৷ আবার অনেকে দাবি করেন, এই ভিডিও ‘ফেক’ বা ভুয়ো ৷ ওইভাবে নাকি শ্যুটিংই করা হয়নি ৷ যার জবাব অবশ্য সঙ্গে সঙ্গেই দিয়েছে বিমানসংস্থা ৷ বুর্জ খালিফার মাথায় কীভাবে শ্যুটিং করা হয়েছে, তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এমিরেটসের তরফে ৷
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, এমিরেটসের এক বিমান সেবিকা কয়েকটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে আছেন আকাশ ছোঁয়া বুর্জ খালিফার মাথার উপর। তিনি যাত্রীদের সংস্থার বিমানে চড়ার আবেদন জানাচ্ছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2021 8:27 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Emirates | Burj Khalifa: বুর্জ খালিফার মাথায় কীভাবে হল ‘বিপজ্জনক’ বিজ্ঞাপনের শ্যুটিং ! দেখে নিন