তিন সপ্তাহে পরপর তিনটি চমক ! এবার জিও-তে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Vista Equity Partners-র

Last Updated:

এই বিনিয়োগের ঘোষণার পরেই জিও প্ল্যাটফর্মগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যেই ৬০,৫৯৬.৩৭ কোটি টাকা বিদেশি লগ্নি পেতে সফল ৷

#মুম্বই: লকডাউনের মধ্যে দেশে ব্যবসা-বাণিজ্য যখন থমকে তখন একের পর এক চমক দিচ্ছে জিও ৷ ফেসবুক, সিলভার লেকের পর আরও এক মার্কিন সংস্থা ভিস্টা ইক্যুয়িটি পার্টনার্স এবার জিও-তে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ জিও-র ২.৩২ শতাংশ স্টেক কেনার কথা ঘোষণা করল মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম Vista Equity Partners ৷ এর জন্য জিও-তে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করবে তারা ৷ এই বিনিয়োগের ঘোষণার পরেই জিও প্ল্যাটফর্মগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যেই ৬০,৫৯৬.৩৭ কোটি টাকা বিদেশি লগ্নি পেতে সফল ৷ যা স্বভাবতই নতুন রেকর্ড ৷
জিও প্ল্যাটফর্মে এই নতুন বিনিয়োগের ইক্যুয়িটি মূল্য ৪.৯১ লক্ষ কোটি টাকা এবং এন্টারপ্রাইজ মূল্য ৫.১৬ কোটি টাকা ৷ ভিস্তা হল ফেসবুক এবং সিলভার লেকের পর এখনও পর্যন্ত জিও-তে তৃতীয় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী সংস্থা ৷
advertisement
advertisement
কয়েক দিন আগেই গোটা দুনিয়াকে চমকে দিয়ে রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা হাতে নেয় ফেসবুক। এর জন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা ঢালার কথা ঘোষণা করেছে মার্কিন সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা। সোমবার জিও প্ল্যাটফর্মে সামিল হয় তথ্য-প্রযুক্তি বিনিয়োগে দুনিয়ার অন্যতম সেরা ফান্ড সংস্থা সিলভার লেক। সিলভার লেকের হাতে ৪ হাজার কোটি ডলারের সম্পদ রয়েছে ৷ এয়ার বিএনবি, আলিবাবা, অ্যালফাবেট, ডেল, ট্যুইটারের মতো সংস্থায় লগ্নি এর আগে করেছে সিলভার লেক ৷
advertisement
করোনা সংকটে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। তারই মধ্যে পরপর তিনটি বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স জিও। বিশ্লেষকরা জানাচ্ছেন, জিও এখন দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় ডিজিটাল ব্র্যান্ড। তাই একে ঘিরে আগ্রহ দেখাচ্ছেন বিদেশি লগ্নিকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
তিন সপ্তাহে পরপর তিনটি চমক ! এবার জিও-তে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Vista Equity Partners-র
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement