বাড়িতে বসে এইভাবে আপডেট করুন আপনার প্যান কার্ডের তথ্য !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এবার খুব সহজেই প্যান কার্ডের সমস্ত তথ্য আপডেট করতে পারবেন ৷ দেখে নিন এর জন্য কী করতে হবে -
#নয়াদিল্লি: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় এসে গিয়েছে ৷ আর এর জন্য সবচেয়ে প্রথম দরকার পড়ে প্যান কার্ডের ৷ ব্যাঙ্ক বা লেনদেন সংক্রান্ত কাজের জন্য প্যানের দরকার পড়ে ৷ আপনার প্যান কার্ডে নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার থাকলে এর জন্য বাইরে কোনও সেন্টারের চক্কর কাটার দরকার পড়বে না ৷ এবার খুব সহজেই প্যান কার্ডের সমস্ত তথ্য আপডেট করতে পারবেন ৷ দেখে নিন এর জন্য কী করতে হবে -
এর জন্য প্রথনে আপনাকে NSDL এর ওয়েবসাইটে যেতে হবে ৷
এরপর সার্ভিস ট্যাবে গিয়ে প্যানে ক্লিক করতে হবে ৷
advertisement
এরপর Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card ক্লিক করতে হবে ৷ সমস্ত তথ্য দেওয়ার পর ক্যাপচা কোড সাবমিট করতে হবে ৷
এবার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে ৷
advertisement
e-KYC এর মাধ্যমে আপনি ডকুমেন্ট জমা করতে পারবেন ৷ তবে এর জন্য আধার কার্ডের দরকার পড়বে ৷ e-sign এর মাধ্যমে স্ক্যান করা ছবি সাবমিট করতে পারবেন ৷ সাবমিট করার পর পেমেন্ট করতে হবে ৷ এবং পেমেন্ট অনলাইনেই করতে হবে ৷
Pay Confirm এ ক্লিক করার পর ব্যাঙ্কের রেফারেন্স নম্বর ও ট্রানজাকশন নম্বর পাবেন ৷ এটা সেভ করে রেখে Contunue-তে ক্লিক করতে হবে ৷
advertisement
এরপর আধার কার্ডের নীচের বক্সে টিক করে Anthenticate এ ক্লিক করতে হবে ৷ এরপর contunue with e-Sign বা e-KYC-তে ক্লিক করুন ৷ ফের Generate OTP-তে ক্লিক করতে হবে ৷
ওটিপি দিয়ে সাবমিট করে দিন ৷ নতুন পেজ খুলে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাবে ৷ এর PDF ফর্ম্যাট ডাউনলোড করতে পারবেন ৷ এরপর আইডি প্রুফ-সহ সমস্ত ডকুমেন্ট NSDL e-Gov অফিসে পাঠাতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2020 7:45 PM IST