বাজেটে দাম বাড়ল কোন কোন জিনিসের ?

Last Updated:

ঘোষণার পর দাম বাড়ার জিনিসগুলো শুনে দুঃখ পাবেন অনেকেই ৷ সেগুলো কী কী একবার দেখে নেওয়া যাক ৷

#নয়াদিল্লি: নোটবাতিলের জেরে তৈরি হওয়া ক্ষোভ সামলাতে বাজেটই হাতিয়ার কেন্দ্রীয় সরকারের। গোদের ওপর বিষফোড়া, পাঁচ রাজ্যের ভোট। সরকার বিরোধিতার সুর জোরালো হওয়ার আগে, গরিব, কৃষক ও মধ্যবিত্তের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন অরুণ জেটলি। সাবধানী বাজেটে, কেন্দ্রীয় সরকারকে কৃষক ও গরিব দরদি হিসেবে তুলে ধরতে, চেষ্টার খামতি রাখেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু প্রতি বছর বাজেটে যে জিনিসটা আম-আদমীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ , সেটা হল কোন কোন জিনিসের দাম বাড়ল এবং দাম কমলই বা কোন জিনিসের ? এবছর যে সমস্ত জিনিসের দাম বাড়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, তা মোটামুটি প্রত্যাশিতই ছিল ৷ তবে ঘোষণার পর দাম বাড়ার জিনিসগুলো শুনে দুঃখ পাবেন অনেকেই ৷ সেগুলো কী কী একবার দেখে নেওয়া যাক ৷
বাজেটে যে সমস্ত জিনিসের দাম বাড়ল: রূপোর কয়েন, সিগারেট, তামাক, বিড়ি, পান মশলা, পার্সেলের মাধ্যমে আসা জিনিসপত্র, ওয়াটার ফিল্টার মেমব্রেন এবং কাজু ৷
নোটবাতিলের জেরে প্রবল হয়রানির মুখে পড়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কৃষক। ক্রমশই দানা জোরালো হতে থাকে সরকার বিরোধিতার সুর। পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে সেই বিরোধিতার সুরই হয়তো আছড়ে পড়ত ইভিএমে। সেই বিরোধিতার উত্তাপ আঁচ করেই, বাজেটে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
advertisement
advertisement
নোটবাতিলে জর্জরিত কৃষক। অথচ সামনেই উত্তরপ্রদেশ-পঞ্জাবের মতো কৃষি প্রধান রাজ্যে ভোট। কৃষকের সেই ক্ষতে প্রলেপ দিতেই কৃষিক্ষেত্রে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজেটে দাম বাড়ল কোন কোন জিনিসের ?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement