করোনা স্বাস্থ্যবিধি মানতে চালকদের নিয়ে একগুচ্ছ সতর্কতা Uber–এর
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
Uber এখনও পর্যন্ত ৩০ লক্ষ ফেস মাস্ক, ১২ লক্ষ শাওয়ার ক্যাপ, ২ লক্ষ বোতল জীবাণুনাশক ও স্যানিটাইজার দিয়েছে চালকদের জন্য।
#নয়াদিল্লি: করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি মানতে Uber গাড়ির চালকদের হাতে পৌঁছে দিচ্ছে পিপিই কিট। আরও শক্তিশালী হাতে করোনা মোকবিলার জন্যই এই ব্যবস্থা করেছে Uber। শুধুমাত্র চালকদের মধ্যে পিপিই কিট পৌঁছে দেওয়াই নয়, অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার কাজও করবে এই অ্যাপ ক্যাব সংস্থা। এই অ্যাপের মাধ্যমে চালকেরা একটি নির্দিষ্ট সংখ্যায় ট্রিপ করার পর আবারও নতুন করে পিপিই কিট চাইতে পারবেন। অ্যাপেই একটি সুবিধাজনক পিক আপ পয়েন্ট থাকবে। কিউ আর কোড স্ক্যান করে যেখান থেকে নতুন পিপিই কিট সংগ্রহ করতে পারবেন চালকেরা।
For the well-being of our drivers and riders, we will be providing the driver community with PPE (Personal Protective Equipment) kits, to make every ride #SaferForEachOther. Know more. https://t.co/brtd5XHpIJ
— Uber India (@Uber_India) May 14, 2020
advertisement
Uber এখনও পর্যন্ত ৩০ লক্ষ ফেস মাস্ক, ১২ লক্ষ শাওয়ার ক্যাপ, ২ লক্ষ বোতল জীবাণুনাশক ও স্যানিটাইজার দিয়েছে চালকদের জন্য। আর চালকরা যদি নিজেরাই পিপিই কিট কিনে নেন, তাহলে Uber–এর পক্ষ থেকে টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2020 9:30 PM IST