TRA's Most Desired Brands 2021: ভারতীয়দের পছন্দের ব্র্যান্ডের তালিকায় শীর্ষে Dell

Last Updated:

TRA Research: রিপোর্ট অনুযায়ী ১০০০ টি ব্র্যান্ডের মধ্যে প্রথম ৫০-এ ১৮টি হল ভারতীয় ব্র্যান্ড।

কলকাতা: ভারতীয় গ্রাহকদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ডের তালিকায় একেবারে প্রথমে চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের (Texas) সংস্থা Dell। ২০২১ সালে হওয়া সপ্তম TRA গবেষণায় এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এর আগে গ্রাহকদের পছন্দের তালিকায় ৪ বার প্রথম হয়েছিল দক্ষিণ কোরিয়ার সংস্থা Samsung। এবারে এই সংস্থার জায়গা হয়েছে চতুর্থ স্থানে। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী MI অনেক পিছনের সারিতে থাকলেও নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, সর্বাধিক পছন্দসই ব্র্যান্ডের তালিকায় একেবারে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে MI বা শাওমি (Xiaomi) । পছন্দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে LG। পঞ্চম স্থানে রয়েছে APPLE iPHONE। ২০২১ সালের TRA রিপোর্টে দেখা গিয়েছিল APPLE iPHONE দ্বিতীয় স্থান দখল করেছে, কিন্তু নতুন রিপোর্টে অনেকটা পিছিয়ে পড়তে দেখা গিয়েছে জনপ্রিয় এই ব্র্যান্ডকে।
ভারতের শীর্ষস্থানীয় ১০০০টি ব্র্যান্ডকে বাছাইয়ের পর, দেশের ১৬টি শহরের ২০০০ জন গ্রাহক ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি সমীক্ষা চালায় TRA। এরপর প্রতি বছর একটি পছন্দের তালিকা প্রকাশ করা হয়। এটাকেই TRA রিপোর্ট বলা হয়।
advertisement
TRA রিসার্চের সিইও (CEO, TRA Research) এন চন্দ্রমৌলি (N. Chandramouli) বলেছেন, “ল্যাপটপের ক্ষেত্রে Dell ভারতীয়দের সর্বাধিক পছন্দের তালিকায় উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী ১০০০ টি ব্র্যান্ডের মধ্যে প্রথম ৫০-এ ১৮টি হল ভারতীয় ব্র্যান্ড, ৯টি মার্কিন ব্র্যান্ড, ৮টি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড ও ৭টি চিনা ব্র্যান্ড নিজেদের জায়গা করে নিয়েছে।’’
advertisement
রিপোর্ট অনুযায়ী দূরন্ত গতিতে উপরের দিকে এসেছে Oppo। গতবারের থেকে এক লাফে ২৭ ধাপ এগিয়ে ষষ্ঠস্থান দখল করে নিতে পেরেছে এই সংস্থা। LG Refrigerator ২০২০ সালের রিপোর্টকে চ্যালেঞ্জ করে ২২ ধাপ এগিয়ে সপ্তম স্থান দখল করেছে। আবার শীর্ষ স্থান থেকে ৭ ধাপ পিছিয়ে গিয়েছে Samsung Mobile। গত সমীক্ষায় Vivo পিছনের সারিতে থাকলেও  এবার অনেকটা এগিয়ে দশম স্থান অর্জন করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
TRA's Most Desired Brands 2021: ভারতীয়দের পছন্দের ব্র্যান্ডের তালিকায় শীর্ষে Dell
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement