Zomato, Swiggy: প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ, সুইগি-জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের দাবি NRAI-এর !

Last Updated:

NRAI against Zomato, Swiggy: এই ‘অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস’-কে মোটেই ভাল চোখে দেখছে না এনআরএআই ৷ কারণ এতে হোটেল-রেস্তোরাঁ শিল্পেরই ক্ষতি হচ্ছে বলে দাবি সংগঠনের ৷

নয়াদিল্লি: লকডাউন হোক, কিংবা অন্য সময় ৷ করোনাকালে এখন সাধারণ মানুষ অনেক বেশি করে সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন ৷ কিন্তু এই অ্যাপগুলির ব্যবসার ধরণ নিয়েই এবার প্রশ্ন তুলল রেস্তোরাঁ সংগঠন ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) ৷ তাদের অভিযোগ, প্রতিযোগিতার নিয়ম ভাঙছে এই অ্যাপগুলি ৷ এই ‘অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস’-কে মোটেই ভাল চোখে দেখছে না এনআরএআই ৷ কারণ এতে হোটেল-রেস্তোরাঁ শিল্পেরই ক্ষতি হচ্ছে বলে দাবি সংগঠনের ৷ এর জন্য প্রতিযোগিতা কমিশন CCI-এর দ্বারস্থ হয়েছে NRAI ৷
এনআরএআই-এর মতে কখনও কখনও খাবারে বিপুল ছাড় আবার কখনও চড়া দামে কমিশন ৷ কখনও সারচার্জ অত্যাধিক বাড়িয়ে দেওয়া ঠিক নয় ৷ ফুড-ডেলিভারি অ্যাপগুলির ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবই লক্ষ্য করা গিয়েছে বলে দাবি রেস্তোরাঁ সংগঠনের ৷ বেশ কয়েকবার এই নিয়ে অ্যাপ-সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেও তাতে রফাসূত্র বেরোয়নি ৷ যদিও অনেকে বলছেন, করোনার মধ্যে একটা বড় সময় পরিষেবা বন্ধ ছিল হোটেল-রেস্তোরাঁয়। এখন খুললেও সুরক্ষার কথা মাথায় রেখে রেস্তোরাঁয় গিয়ে বসে খাওয়া এড়িয়ে চলছেন অধিকাংশ মানুষই। বাড়িতেই অ্যাপ মারফত পছন্দের খাবার আনিয়ে নিচ্ছেন তারা ৷ তাই লকডাউনে রেস্তোরাঁগুলির ব্যবসা যাও হয়েছে, তা এই ফুড ডেলিভারি অ্যাপগুলি ছিল বলেই সম্ভব হয়েছে ৷ দ্রুত সমস্যার সমাধান হলেই সব পক্ষেরই তাতে লাভ হবে  বলে মত এনআরএআই-এর৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Zomato, Swiggy: প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ, সুইগি-জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের দাবি NRAI-এর !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement