Zomato, Swiggy: প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ, সুইগি-জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের দাবি NRAI-এর !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
NRAI against Zomato, Swiggy: এই ‘অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস’-কে মোটেই ভাল চোখে দেখছে না এনআরএআই ৷ কারণ এতে হোটেল-রেস্তোরাঁ শিল্পেরই ক্ষতি হচ্ছে বলে দাবি সংগঠনের ৷
নয়াদিল্লি: লকডাউন হোক, কিংবা অন্য সময় ৷ করোনাকালে এখন সাধারণ মানুষ অনেক বেশি করে সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন ৷ কিন্তু এই অ্যাপগুলির ব্যবসার ধরণ নিয়েই এবার প্রশ্ন তুলল রেস্তোরাঁ সংগঠন ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) ৷ তাদের অভিযোগ, প্রতিযোগিতার নিয়ম ভাঙছে এই অ্যাপগুলি ৷ এই ‘অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস’-কে মোটেই ভাল চোখে দেখছে না এনআরএআই ৷ কারণ এতে হোটেল-রেস্তোরাঁ শিল্পেরই ক্ষতি হচ্ছে বলে দাবি সংগঠনের ৷ এর জন্য প্রতিযোগিতা কমিশন CCI-এর দ্বারস্থ হয়েছে NRAI ৷
এনআরএআই-এর মতে কখনও কখনও খাবারে বিপুল ছাড় আবার কখনও চড়া দামে কমিশন ৷ কখনও সারচার্জ অত্যাধিক বাড়িয়ে দেওয়া ঠিক নয় ৷ ফুড-ডেলিভারি অ্যাপগুলির ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবই লক্ষ্য করা গিয়েছে বলে দাবি রেস্তোরাঁ সংগঠনের ৷ বেশ কয়েকবার এই নিয়ে অ্যাপ-সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেও তাতে রফাসূত্র বেরোয়নি ৷ যদিও অনেকে বলছেন, করোনার মধ্যে একটা বড় সময় পরিষেবা বন্ধ ছিল হোটেল-রেস্তোরাঁয়। এখন খুললেও সুরক্ষার কথা মাথায় রেখে রেস্তোরাঁয় গিয়ে বসে খাওয়া এড়িয়ে চলছেন অধিকাংশ মানুষই। বাড়িতেই অ্যাপ মারফত পছন্দের খাবার আনিয়ে নিচ্ছেন তারা ৷ তাই লকডাউনে রেস্তোরাঁগুলির ব্যবসা যাও হয়েছে, তা এই ফুড ডেলিভারি অ্যাপগুলি ছিল বলেই সম্ভব হয়েছে ৷ দ্রুত সমস্যার সমাধান হলেই সব পক্ষেরই তাতে লাভ হবে বলে মত এনআরএআই-এর৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2021 9:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Zomato, Swiggy: প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ, সুইগি-জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের দাবি NRAI-এর !