হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
শীঘ্রই এই কাজটি সেরে রাখুন না হলে অ্যাকাউন্টে আসবে না ৪০০০ টাকা, আজই শেষ সুযোগ..

PM KISAN: শীঘ্রই এই কাজটি সেরে রাখুন না হলে অ্যাকাউন্টে আসবে না ৪০০০ টাকা, আজই শেষ সুযোগ...

এই স্কিমে রেজিস্ট্রেশন (PM Kisan registration date) করানো বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনে সহজেই এই কাজটি করতে পারবেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ৪০০০ টাকা পাওয়ার আজই শেষ সুযোগ৷ আপনিও এই যোজনার সুবিধা নিতে চাইলে ৩০ সেপ্টেম্বরের আগে অবশ্যই করিয়ে নিন রেজিস্ট্রেশন ৷ নিজেকে এই যোজনায় নথিভুক্ত না করলে অ্যাকাউন্টে আসবে না টাকা ৷ কেন্দ্র সরকারের তরফে দেশের কৃষদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় ৷ ইতিমধ্যেই ৯টি কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে ৷ এবার শীঘ্রই দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে সরকার ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/payment-through-these-cheques-will-be-stopped-from-1st-october-dc-667262.html

কীভাবে মিলবে ৪০০০ টাকা ?

আগামী কিস্তির জন্য রেজিস্ট্রেশন করানোর শেষ দিন ৩০ সেপ্টেম্বর ৷ আপনার আবেদন গ্রহণ করা হলে অক্টোবর বা নভেম্বর মাসে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ২০০০ টাকা ৷ এরপর ডিসেম্বর মাসেও পরের কিস্তির ২০০০ টাকা অ্যাকাউন্টে চলে আসবে ৷ অর্থাৎ ৪০০০ টাকা পেতে চাইলে আর মাত্র ১ দিন সময় রয়েছে ৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই যোজনায় রেজিস্ট্রেশন করালে পেয়ে যাবেন ৪০০০ টাকা ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/petrol-and-diesel-price-hiked-again-on-30th-september-thursday-dc-667258.html

এখনও পর্যন্ত কোটি কোটি কৃষক এই যোজনার সুবিধা পেয়েছেন...

পিএম কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Yojona) এই আর্থিক বছরের দ্বিতীয় অর্থাৎ অগাস্ট- নভেম্বর মাসের কিস্তিতে ১০.২৭ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ক্রেডিট করা হয়ে গিয়েছে ৷ যোজনার সঙ্গে এখনও পর্যন্ত ১২.১৪ কোটি কৃষক পরিবার যুক্ত হয়েছে ৷ বাকি কৃষকদের অ্যাকাউন্টে অগাস্ট- নভেম্বর মাসের কিস্তির (PM Kisan installment) টাকা নভেম্বর মাসের মধ্যে ক্রেডিট হয়ে যাবে ৷

কারা পাবেন না এই যোজনার সুবিধা ?

যে কৃষকরা আইটি রিটার্ন ফাইল জমা করেন তাঁরা এই সুবিধা পাবেন ৷ পাশাপাশি এই যোজনার বাইরে রাখা হয়েছে ডাক্তার, উকিল, সিএ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-business-and-earn-15-lac-rupees-profit-dc-666608.html

বাড়িতে বসে কীভাবে করবেন যোজনায় রেজিস্ট্রেশন ?

এই স্কিমে রেজিস্ট্রেশন (PM Kisan registration date) করানো বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনে সহজেই এই কাজটি করতে পারবেন ৷ এছাড়া আপনি পঞ্চায়েত সচিব, স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ আপনি নিজেও এই যোজনায় রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ পিএম কিষানের ওয়েবসাইট pmkisan.gov.in এর পেজে FARMER CORNERS বলে অপশন দেখাবে ৷ সেখানে New Farmer Registration এ ক্লিক করতে হবে ৷ এরপর আপনার আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, জমি নথিপত্র ইত্যাদি তথ্য দিয়ে একটি ফর্ম ফিলআপ করে সাবমিট করে দিতে হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: PM Kisan Samman Nidhi Scheme