প্রতি মাসে টাকা বেরোচ্ছে জলের মতো? এই কৌশল মেনে চললেই খরচ থাকবে নিয়ন্ত্রণে, হবে অনেক বেশি সঞ্চয়!

Last Updated:

কিছু মানুষ ঘড়ি ১০ থেকে ১৫ মিনিট ফাস্ট করে রাখেন। যাতে দেরি না হয়। আর্থিক বিষয়ের ক্ষেত্রেও এটা খাটে। এখানে তেমনই কিছু কৌশল নিয়ে আলোচনা করা হল।

#কলকাতা: কম খরচ এবং বেশি সঞ্চয়। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই দুটি জিনিসের কোনও বিকল্প নেই। কিন্তু তারপরেও যতটা ইচ্ছে ততটা সঞ্চয় করা যাচ্ছে না! আসলে খরচে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ফলে ব্যয় বাড়ছে। সঞ্চয় কমছে।
এ থেকে বাঁচার কোনও উপায় আছে? কিছু মানুষ ঘড়ি ১০ থেকে ১৫ মিনিট ফাস্ট করে রাখেন। যাতে দেরি না হয়। আর্থিক বিষয়ের ক্ষেত্রেও এটা খাটে। এখানে তেমনই কিছু কৌশল নিয়ে আলোচনা করা হল।
advertisement
advertisement
ইনক্রিমেন্ট বিনিয়োগ করতে হবে: বার্ষিক ইনক্রিমেন্ট হাতে এসেছে? মূল্যস্ফীতির কারণে খরচ বাড়বে সন্দেহ নেই। তাই ইনক্রিমেন্টের কিছু টাকা সেখানে খরচ হবে। কিন্তু বাকি টাকা বিনিয়োগ করতে হবে। কিছু মানুষের ব্যাঙ্ক ব্যালেন্স বেশি থাকলে খরচ করার প্রবণতা থাকে। একটা সময় খরচটাই অভ্যাস হয়ে দাঁড়ায়। এই অভ্যাসে লাগাম পরাতে হবে। বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। রাখতে হবে অটো মোডে। যাতে টাকা উড়িয়ে দেওয়ার সুযোগ আসার আগেই বিনিয়োগ হয়ে যায়।
advertisement
আলাদা অ্যাকাউন্ট: অনেকগুলো অ্যাকাউন্ট চালানো কিছুটা কঠিন কাজ। সবসময় মনেও থাকে না। তবু কখনও কখনও একটা অতিরিক্ত অ্যাকাউন্ট সঞ্চয়কে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন। সমস্ত বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য একটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে।
advertisement
সময়ে ইএমআই: দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সময় ইএমআই অভ্যাসে পরিণত হয়। কিন্তু ঋণ শোধ হয়ে যাওয়ার পর? এই অভ্যাস বজায় রাখতে হবে। বেঁচে যাওয়া টাকা ভোগ করার প্রবণতা থাকে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না। বরং সেই টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে কাজে দেবে। তাই ঋণ শোধ হয়ে গেলেও ইএমআই দিয়ে যাওয়ার অভ্যাস যেন বজায় থাকে।
advertisement
বিনিয়োগের মধ্যে নিজেকে বাঁধতে হবে: দীর্ঘমেয়াদে বড়সড় বিনিয়োগের মধ্যে নিজেকে বেঁধে ফেলতে হবে। পরিসংখ্যান বলছে, ইকুইটি ফান্ডে বিনিয়োগের ৭০ শতাংশই ২ বছরের মধ্যে তুলে নেওয়া হয়। এমনটা করলে হবে না। দীর্ঘমেয়াদে বিনিয়োগ সবসময় লাভজনক। যেমন মিউচুয়াল ফান্ড। গত কয়েক বছরে নজরকাড়া লাভ দিয়েছে। লিকুইডিটির অভাবই এখানে কার্যকর প্রমাণিত হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতি মাসে টাকা বেরোচ্ছে জলের মতো? এই কৌশল মেনে চললেই খরচ থাকবে নিয়ন্ত্রণে, হবে অনেক বেশি সঞ্চয়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement