Indian Railways: নয়া টাইম টেবল জারি হওয়ার পর বদলাতে চলেছে একাধিক ট্রেনের টাইমিং

Last Updated:

নতুন টাইম টেবল (New Time Table) জারি করার পর একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হবে ৷

#নয়াদিল্লি: করোনা সংক্রমণের (Coronavirus) মামলা বর্তমানে দ্রুত গতিতে কমছে ৷ দেশে করোনার হার অনেকটাই কমেছে ৷ পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক ৷ এর জেরে রেলের (Railways) তরফে যে ট্রেনগুলি (Cancelled Trains)বাতিল করা হয়েছে সেগুলি আবারও শুরু করা হচ্ছে ধাপে ধাপে ৷ নতুন টাইম টেবল এখনও জারি না হওয়ায় পুরনো সময়ে ট্রেন সঞ্চালন করা হবে ৷ তবে নতুন টাইম টেবল (New Time Table) জারি করার পর একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হবে ৷
উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন টাইম টেবল জারি করার পর তিন জোড়া ট্রেনের সময়ে বড় বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উত্তর রেলওয়ের মুখ্য জনসম্পর্ক আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে 20503/02504 ডিব্রুগড়-নয়াদিল্লি-ডিব্রুগড় সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের সঞ্চালনের সময়ে বদল করা হবে ৷ নয়া টাইম টেবল লাগু হওয়ার পর এই ট্রেন সপ্তাহে একদিনের বদলে পাঁচদিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
এছাড়া 54769/54770 তিলক ব্রিজ-রোহতক-তিলক ব্রিজ ও 54423/54424 দিল্লি জংশন-ভিবানি-দিল্লি জংশন প্যাসেঞ্জার ট্রেনেরও নয়া টাইম টেবল লাগু হওয়ার পর ট্রেনের রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ট্রেন সংখ্যা 54769/54770 তিলক ব্রিজ-রোহতক-তিলক প্যাসেঞ্জারের ভিবানি পর্যন্ত, 54423/54424 দিল্লি জংশন-ভিবানি-দিল্লি জংশন প্যাসেঞ্জার ট্রেন হিসার পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
এখনও পর্যন্ত ট্রেনের নতুন টাইম টেবল জারি করা হয়নি ৷ সাধারণত অক্টোবর মাসে ট্রেনের নতুন টাইম টেবল জারি করা হয়ে থাকে ৷ এখনও নতুন টাইম টেবল তৈরি করা হয়নি ৷ এর জন্য কোনও নির্দিষ্ট তারিখও ঠিক করা হয়নি ৷ রেলের তরফে জানানো হয়েছে এখনও টাইম টেবল তৈরি হয়নি ৷ একবার চূড়ান্ত হয়ে গেলে সকলকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: নয়া টাইম টেবল জারি হওয়ার পর বদলাতে চলেছে একাধিক ট্রেনের টাইমিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement