মোদি সরকারের এই স্কিমে স্ত্রীর নামে খুলুন অ্যাকাউন্ট, প্রতি মাসে মিলবে বিপুল টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
National Pension Scheme-এ ইনভেস্ট করে আপনিও আপনার স্ত্রীকে আত্মনির্ভর করে তুলতে পারবেন ৷
#নয়াদিল্লি: পরিবারের কী আপনি একা রোজগার করেন ? আপনার স্ত্রী কি হোমমেকার ? মূল্যবৃদ্ধির এই বাজারে একজনের আয়ের উপর সংসার চালানো বেশ মুশকিল ৷ সকলের সমস্যার কথা মাথায় রেখেই স্কিম নিয়ে এসেছে মোদি সরকার ৷ এই স্কিমে টাকা ইনভেস্ট করে রোজগারের বিষয়ে কিছুটা নিশ্চিত হতে পারবেন ৷ পাশাপাশি আপনার স্ত্রীও আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন ৷ এছাড়া আপনার অনুপস্থিতিতে তাঁর নিয়মিত আয় হতে থাকবে ৷ National Pension Scheme-এ ইনভেস্ট করে আপনিও আপনার স্ত্রীকে আত্মনির্ভর করে তুলতে পারবেন ৷
আপনার স্ত্রী নামে নিউ পেনশন সিস্টেম অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার স্ত্রীর ৬০ বছর বয়স হলে তখন একবারে টাকা দেবে ৷ এছাড়া প্রতিমাসে পেনশন হিসেবে রেগুলার ইনকামও হবে ৷ এই স্কিমে আপনি ঠিক করতে পারবেন যে আপনার স্ত্রী কত টাকা পেনশন পাবেন ৷ এর জেরে ৬০ বছর বয়সের পর পেনশনের জন্য আপনার স্ত্রীকে কারও উপর নির্ভর করতে হবে না ৷
advertisement
এই স্কিমে আপনার সুবিধা অনুযায়ী, প্রতি মাসে বা বছরে টাকা জমা দিতে পারবেন ৷ ১০০০ টাকা থেকে এনপিএস-এ স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ৬০ বছর বয়স হতেই অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার স্ত্রীর ৬৫ বছর পর্যন্তও এই অ্যাকাউন্ট চালাতে পারবেন ৷
advertisement
এনপিএস স্কিমে ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যে কোনও বেতনভোগী ব্যক্তি ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে দু’ধরনের অ্যাকাউন্ট হয় ৷ Tier-I ও Tier-II ৷ Tier-I রিটায়েরমেন্ট অ্যাকাউন্ট হয় যা সমস্ত সরকারি কর্মীদের জন্য খোলা বাধ্যতামূলক ৷ Tier-II-এ ভলান্টিয়ার অ্যাকাউন্ট হয় ৷ এখানে যে কোনও বেতনভোগী ব্যক্তি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন ৷ এবং যে কোনও সময় টাকা তুলে নিতে পারেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2020 12:47 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মোদি সরকারের এই স্কিমে স্ত্রীর নামে খুলুন অ্যাকাউন্ট, প্রতি মাসে মিলবে বিপুল টাকা