দাম বাড়লেও কম টাকায় টিকিট বুক করার সুবিধা আনল Goibibo, লঞ্চ হল প্রাইস লক অপশন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রাইস লক অপশন সর্বপ্রথম চালু করল Goibibo। এর মাধ্যমে যাত্রার আগে কোনও একটি দিনে যাত্রীরা টিকিট লক করতে পারবেন।
#নয়াদিল্লি: বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়েন অনেক যাত্রী। কারণ টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ফলে অনেককেই অতিরিক্ত টাকা খসাতে হয়। অনেক যাত্রী আছেন যাঁদের যাত্রার দিন নির্দিষ্ট ভাবে ধার্য থাকে না। কারণ কোনও কারণে যাত্রা বাতিল হতে পারে এই সংশয়ে অনেকে বিমান টিকিট বুকিং করেন না। এর ফলে তাঁরা যখন যাত্রার খুব কাছাকাছি আগের কোনও দিনে টিকিট বুক করেন সাধারণ দামের থেকে অনেক বেশি দাম দিতে হয়। এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এল অনলাইন বুকিং সাইট Goibibo। প্রাইস লক অপশন আনল সংস্থাটি। এতে লাভবান হবেন যাত্রীরা।
প্রাইস লক অপশন কী?
প্রাইস লক অপশন সর্বপ্রথম চালু করল Goibibo। এর মাধ্যমে যাত্রার আগে কোনও একটি দিনে যাত্রীরা টিকিট লক করতে পারবেন। এবং তার জন্য টিকিটের সম্পূর্ণ অর্থমূল্য জমা করতে হবে না। এতে সুবিধা হল যদি টিকিটের দাম বাড়ে তাহলেও ওই নির্দিষ্ট যাত্রীর কাছ থেকে কোনও অতিরিক্ত মূল্য নেওয়া হবে না।
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, অনেক সময় যাত্রার দিন নির্ধারিত থাকলেও যাত্রা বাতিল হতে পারে এই সম্ভাবনায় আগে থেকে টিকিট বুক করতে ভয় পান। এতে সমস্যায় পড়েন তাঁরাই। কারণ দেখা যায়, তাঁরা আগের নির্ধারিত দিনেই যাত্রা করছেন কিন্তু টিকিট বুক করা নেই। ফলে শেষ মুহূর্তে টিকিট বুক করতে হয় তাঁদের। এতে অতিরিক্ত টাকা খরচ হয় তাঁদের। প্রাইস লক অপশনে যাত্রীদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। তবে এক্ষেত্রে ১৮০ টাকা দিয়ে প্রাইস লক করতে হবে যাত্রীদের।
advertisement
advertisement
বিস্তারিত ভাবে বিষয়টি বুঝিয়ে বলা যাক-
ধরা যাক কেউ হয় তো দিল্লি থেকে বেঙ্গালুরু যেতে চান ৩ অগস্ট। যাত্রী দেখলেন ওই দিনের বিমানভাড়া ৫০০০ টাকা। কিন্তু কোনও কারণে ওই দিন যেতে পারবেন না এই ভেবে তিনি টিকিট কাটলেন না। অবশেষে ওই যাত্রী নিশ্চিত হলেন তিনি ওই দিনেই যাত্রা করবেন। এর পর তিনি যখন যাত্রার ৩ দিন আগে টিকিট বুক করতে গেলেন তখন দেখলেন টিকিট মূল্য ৬০০০ টাকা হয়ে গেছে। তখন তাঁকে ৬০০০ টাকা দিয়েই বুক করতে হবে।
advertisement
কিন্তু যদি ওই যাত্রী ১৮০ টাকা খরচ করে প্রাইস লক করে রাখতেন তাহলে কী সুবিধা হত?
তাহলে ওই যাত্রীকে টিকিট বুক করার সময় ৬০০০ টাকা দিতে হত না। যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ৫০০০ টাকা নেওয়া হবে। এবং সেখান থেকে প্রাইস লকের ১৮০ টাকা বাদ দেওয়া হবে। সব শেষে যাত্রীকে পে করতে হবে ৫০০০-১৮০= ৪৮২০ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2021 10:21 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দাম বাড়লেও কম টাকায় টিকিট বুক করার সুবিধা আনল Goibibo, লঞ্চ হল প্রাইস লক অপশন!