আচমকা দেউলিয়া ঐতিহ্যবাহী থমাস কুক, বিশ্বজুড়ে আটকে ৬ লক্ষ পর্যটক

Last Updated:

অবস্থা এতটাই শোচনীয়, বিশ্বজুড়ে আটকে রয়েছেন ৬ লক্ষ পর্যটক৷ তাঁদের কী ভাবে ঘরে ফেরানো হবে, সেটাই এখন চিন্তার৷ এক মুহূর্তে চাকরি চলে গেল ২২ হাজার কর্মীর৷

#লন্ডন: দেউলিয়া ঘোষণা করে দিল বিশ্বের অন্যতম বৃহত্‍ ট্র্যাভেল এজেন্সি থমাস কুক৷ ১৭৮ বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী থমাস কুক প্রবল ভাবে চেষ্টা করছিল বেসরকারি লগ্নিকারীদের থেকে ২৫ লক্ষ কোটি মার্কিন ডলার জোগাড় করার৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না৷ ফলে ভেঙেই পড়ল শতাব্দী প্রাচীন থমাস কুক৷ অবস্থা এতটাই শোচনীয়, বিশ্বজুড়ে আটকে রয়েছেন ৬ লক্ষ পর্যটক৷ তাঁদের কী ভাবে ঘরে ফেরানো হবে, সেটাই এখন চিন্তার৷ এক মুহূর্তে চাকরি চলে গেল ২২ হাজার কর্মীর৷
advertisement
থমাস কুক এক বিবৃতিতে জানিয়েছে, 'অনেক চেষ্টা, আলোচনার পরেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেল না৷ তাই এই মুহূর্তেই বন্ধ করা ছাড়া উপায় নেই৷ বিশ্বের বিভিন্ন জায়গায় আটকে থাকা কয়েক লক্ষ পর্যটক ঘরে ফেরানোর জন্য সরকার ও ব্রিটিশ সিভিল অ্যাভিয়েশন অথরিটি কয়েক ডজন চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে আটকে থাকা পর্যটকদের ঘরে ফেরানোর জন্য৷ এর জন্য কোনও টাকা লাগবে না৷'
advertisement
থমাস কুক আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ব্রিটেন ফেরানোর ব্যবস্থা করছে সরকার৷ পর্যটকদের একেবারে বাড়ির শহরে পৌঁছতে না-পারলেও, যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে৷ ব্রিটেন থেকে এই মুহূর্তে দেড় লক্ষ পর্যটক থমাস কুকের প্যাকেজ বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন৷ থমাস কুকের সিইও পিটার ফ্যাঙ্কহাউসারের কথায়, 'খুবই দুঃখের দিন৷ আমি এবং বোর্ডের সব সদস্য এই ব্যর্থতার দায় নিচ্ছি৷ আমরা ব্যর্থ৷'
advertisement
গত কয়েক মাস ধরেই থমাস কুকের পরিষেবা নিয়ে নানা অভিযোগ জানাচ্ছিলেন পর্যটকরা৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আচমকা দেউলিয়া ঐতিহ্যবাহী থমাস কুক, বিশ্বজুড়ে আটকে ৬ লক্ষ পর্যটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement