আচমকা দেউলিয়া ঐতিহ্যবাহী থমাস কুক, বিশ্বজুড়ে আটকে ৬ লক্ষ পর্যটক
Last Updated:
অবস্থা এতটাই শোচনীয়, বিশ্বজুড়ে আটকে রয়েছেন ৬ লক্ষ পর্যটক৷ তাঁদের কী ভাবে ঘরে ফেরানো হবে, সেটাই এখন চিন্তার৷ এক মুহূর্তে চাকরি চলে গেল ২২ হাজার কর্মীর৷
#লন্ডন: দেউলিয়া ঘোষণা করে দিল বিশ্বের অন্যতম বৃহত্ ট্র্যাভেল এজেন্সি থমাস কুক৷ ১৭৮ বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী থমাস কুক প্রবল ভাবে চেষ্টা করছিল বেসরকারি লগ্নিকারীদের থেকে ২৫ লক্ষ কোটি মার্কিন ডলার জোগাড় করার৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না৷ ফলে ভেঙেই পড়ল শতাব্দী প্রাচীন থমাস কুক৷ অবস্থা এতটাই শোচনীয়, বিশ্বজুড়ে আটকে রয়েছেন ৬ লক্ষ পর্যটক৷ তাঁদের কী ভাবে ঘরে ফেরানো হবে, সেটাই এখন চিন্তার৷ এক মুহূর্তে চাকরি চলে গেল ২২ হাজার কর্মীর৷
We are sorry to announce that Thomas Cook has ceased trading with immediate effect.
This account will not be monitored. Please visit https://t.co/WWiKkzLYQJ for further advice and information.#ThomasCook pic.twitter.com/Nf1X3jn97x — Thomas Cook (@ThomasCookUK) September 23, 2019
advertisement
থমাস কুক এক বিবৃতিতে জানিয়েছে, 'অনেক চেষ্টা, আলোচনার পরেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেল না৷ তাই এই মুহূর্তেই বন্ধ করা ছাড়া উপায় নেই৷ বিশ্বের বিভিন্ন জায়গায় আটকে থাকা কয়েক লক্ষ পর্যটক ঘরে ফেরানোর জন্য সরকার ও ব্রিটিশ সিভিল অ্যাভিয়েশন অথরিটি কয়েক ডজন চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে আটকে থাকা পর্যটকদের ঘরে ফেরানোর জন্য৷ এর জন্য কোনও টাকা লাগবে না৷'
advertisement
থমাস কুক আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ব্রিটেন ফেরানোর ব্যবস্থা করছে সরকার৷ পর্যটকদের একেবারে বাড়ির শহরে পৌঁছতে না-পারলেও, যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে৷ ব্রিটেন থেকে এই মুহূর্তে দেড় লক্ষ পর্যটক থমাস কুকের প্যাকেজ বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন৷ থমাস কুকের সিইও পিটার ফ্যাঙ্কহাউসারের কথায়, 'খুবই দুঃখের দিন৷ আমি এবং বোর্ডের সব সদস্য এই ব্যর্থতার দায় নিচ্ছি৷ আমরা ব্যর্থ৷'
advertisement
গত কয়েক মাস ধরেই থমাস কুকের পরিষেবা নিয়ে নানা অভিযোগ জানাচ্ছিলেন পর্যটকরা৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2019 10:15 AM IST