Women's Day Special: ৩৭০ টাকা দিয়ে শুরু ব্যবসা, এখন প্রত্যেকদিন প্রায় ১২০০ প্লেট খাবার বিক্রি হয়
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
ইচ্ছা থাকলে যে উপায় হয় তার একটা ভাল উদাহরণ হলেন বর্ধমানের মুনমুন । বর্ধমানের মুনমুন আজ সকলের কাছে মুনমুন দিদি নামেই পরিচিত ।
পূর্ব বর্ধমান: সোশ্যাল মিডিয়ায় তিনি বর্তমানে বেশ জনপ্রিয় মুখ।সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় তার কাজের ঝলক। আত্মবিশ্বাস আর মুখে হাসি নিয়ে নিজের কাজ করে চলেছেন এই মহিলা। এনার নাম মুনমুন দে রাউত । বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে।
এই মহিলা রাস্তার ধারে একটি খাবার হোটেল চালান। প্রতিদিন দুপুর হতেই, খাবার সাজিয়ে বসেন তিনি। বর্তমানে তার খাবারের চাহিদা বেশ ভাল। যে কারণে দোকান খোলার আগে থেকেই,লম্বা লাইন পড়ে যায় ক্রেতাদের। অল্প টাকার মধ্যে ভাল মানের খাবার পরিবেশন করে ইতিমধ্যেই তিনি মন জিতে নিয়েছেন বহু মানুষের । বর্তমানে মুনমুন এবং তাঁর স্বামী দুজনে মিলে এই দোকান চালান। তবে বর্তমানে মুনমুনের অবস্থা ভাল হলেও , যখন তিনি এই ব্যবসা শুরু করেছিলেন তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্য রকম ।
advertisement
advertisement
এই প্রসঙ্গে মুনমুন বলেন , তাঁর মেয়ে ছোট থাকার কারণে তিনি লকডাউনের আগে চাকরি ছেড়ে দেন । লকডাউন শুরু হওয়ার পর তাঁর স্বামীরও চাকরি চলে যায়। পরবর্তীতে মুনমুন যেহুতু রান্না ভাল করেন তাই হোম ডেলিভারি খাবারের ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেন । প্রথম দিন তিনি মাত্র ৩৭০ টাকা ব্যবসা শুরু করেছিলেন । বেশ কিছু দোকানে ধারও করেছিলেন। মুনমুন প্রথম দিন প্রায় ২২ জনের খাবার ডেলিভারি দিয়েছিলেন । যার মধ্যে ছিল দুজন কোভিড আক্রান্ত।
advertisement
মুনমুন বলেন যদি সেই সময় তিনি ধার না পেতেন, তাঁদের সাহায্য না পেতেন তাহলে হয়ত আজ মুনমুন দিদি হয়ে উঠতে পারতেন না ।কঠিন পরিস্থিতি থেকে ব্যবসা শুরু হলেও আজ মুনমুন একটা ভাল জায়গায় রয়েছেন। দোকানের বিক্রিও বেড়েছে ব্যাপক । জানা গিয়েছে এখন তাঁর দোকান থেকে দৈনিক প্রায় ১২০০ প্লেট খাবার বিক্রি হয় । মুনমুনের ফুড স্টলে পাওয়া যায় বাসন্তী পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, মটন কষা, চিলি চিকেন, রুটি, খাসির মাংসের ঘুগনি সঙ্গে আরও বেশ কিছু খাবারের পদ।
advertisement
মাত্র ৫০ টাকায় পাওয়া যায় বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গে চিকেনের যে কোনও আইটেম। মটন নিলে দাম পড়বে ১০০ টাকা। চিকেন-মটন থাকবে ২ পিস এবং সাইজেও বেশ বড়। এখন আবার মহারাজা নামের একটি থালিও পাওয়া যাচ্ছে তাঁর দোকানে । মুনমুনের নিজের হাতের রান্নার স্বাদ হার মানাবে বড় বড় রেস্তোরাঁর রান্নার স্বাদকেও।
advertisement
একজন মহিলা হয়েও থেমে থাকেনি মুনমুন। শুধুমাত্র নিজের পরিশ্রমের কারণে আজ তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন ।অন্যান্য মহিলাদের উদ্দেশ্যে মুনমুন বলেন , একজন মহিলা হয়ে কিছু করতে পারবনা এটা ভাবলে চলবে না । মনের মধ্যে সাহস এবং জেদ নিয়ে এগিয়ে যেতে হবে । ভয় পেয়ে দূরে সরে থাকলে তাতে কিছুই হবেনা ।
advertisement
যেহেতু মুনমুন নিজে একজন মহিলা তাই আগামী আন্তর্জাতিক নারী দিবসের দিন তিনি তাঁর দোকানে একটা রক্তদান শিবিরেরও আয়োজন করেছেন । মুনমুন বলেন , সাধারণ মানুষের জন্যই ,তাঁদের ভালবাসার জন্যই আজ তিনি একটা ভাল জায়গায় পৌঁছেছেন। তাই শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে তাঁর তৈরি খাবারের দামও তিনি আগামী দিনে একই রাখার চেষ্টা করবেন । ইচ্ছা থাকলে যে উপায় হয় তার একটা ভালো উদাহরণ হল বর্ধমানের মুনমুন । বর্ধমানের মুনমুন আজ সকলের কাছে মুনমুন দিদি নামেই পরিচিত ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 6:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Women's Day Special: ৩৭০ টাকা দিয়ে শুরু ব্যবসা, এখন প্রত্যেকদিন প্রায় ১২০০ প্লেট খাবার বিক্রি হয়