New Business Idea: ঘরেই এই ব্যবসা করতে পারেন আপনিও, লাভ হবে ভালই !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
New Business Ideas: গৃহবধূ, ছাত্রছাত্রী বা যাঁরা বাড়িতে থেকেই বাড়তি আয় করতে চান, তাঁদের জন্য এটি দারুন সুযোগ।
উত্তর ২৪ পরগণা : অর্গানিক পদ্ধতিতে সাবান তৈরি করে স্বনির্ভরতার পথে গৃহবধূ। বর্তমান সকলে কম বেশি গৃহবধূরা আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এবার রাসায়নিক উপাদান ছাড়াই অর্গানিক পদ্ধতিতে সাবান তৈরি করে সংসারের হাল ধরেছেন বসিরহাটের গৃহবধূ নবনীতা হালদার। তবে শুধুমাত্র সাবান নয়, অর্গানিক পদ্ধতিতে সাবানের পাশাপাশি প্রসাধনসামগ্রী ও তৈরি করছেন।
সাবান তৈরির ঠান্ডা প্রক্রিয়ায় ক্ষার চর্বি বা তেলের সঙ্গেমিশ্রিত করা হয়। একবার মিশ্রিত হয়ে আকৃতি তৈরি হয়ে গেলে, এটি সঠিক সাবান আকারে আসতে কয়েক সপ্তাহ সময় নেয়। সাবান তৈরির গরম প্রক্রিয়ায় সাবান রান্না করতে হয়। এই পদ্ধতিতে খুব বেশি সময় লাগে না এবং সুগন্ধি এবং রঙ যোগ করা সহজ করে তোলে।
advertisement
advertisement
প্রয়োজন অনুসারে গ্লিসারিন, কাঠকয়লা এবং এসেন্স যোগ করেন। তবে, গরম প্রক্রিয়াজাত সাবান নির্দিষ্ট সাঁচে ফেলার পর তা কঠিন আকার ধারণ করে বেশ কিছুদিন সময় লাগে। তারা প্যাকেজিং পরিচালনা করেন। তবে গৃহবধূ নবনীতা হালদারের সাবান তৈরিতে তাকে সাহায্য করেন তার স্বামীও।
advertisement
বাড়িতেই প্রক্রিয়াজাত হওয়া সাবান বাজারজাত করে এবং অনলাইনে অর্ডার গ্রহণ করে সারা বছর বিক্রি করেন।বিগত কয়েক বছর আগে অনেক গৃহবধূ তেমন কিছুই আয় করতেন না। কিন্তু বর্তমান সময়ে নবনীতা মতো অনেক গৃহবধূ থেকে বাড়ির মেয়েরা বিভিন্ন শিল্পের সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। এই বাড়তি আয় এটি তাদের নিজ নিজ পরিবারে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মর্যাদা নিশ্চিত করেছে।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 8:06 PM IST