Interest Rates: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতেই ৪টি বড় সরকারি ব্যাঙ্ক কমাল সুদের হার, লোন কতটা সস্তা হল? জেনে নিন নতুন সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Interest Rates: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমাতেই দেশের চারটি বড় সরকারি ব্যাঙ্কও ল্যান্ডিং রেট কমিয়েছে।
advertisement
advertisement
কার্যত তা হয়েছেও! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমাতেই দেশের চারটি বড় সরকারি ব্যাঙ্কও ল্যান্ডিং রেট কমিয়েছে। এর ফলে, সাধারণ মানুষকে হোম লোন ও কার লোন সহ সকল ধরনের ঋণের উপর কম সুদ দিতে হবে এবং এর ফলে বিদ্যমান ইএমআই-ও কমে যাবে। এই ৪ সরকারি ব্যাঙ্ক লোনের সুদের হার ০.২৫ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা করেছে।
advertisement
যে সব ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে তাদের মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্ত তাদের বিদ্যমান এবং নতুন ঋণগ্রহীতা উভয়ের জন্যই উপকারী সাব্যস্ত হবে। অন্যান্য ব্যাঙ্ক থেকেও শীঘ্রই একই ধরনের ঘোষণা আশা করা হচ্ছে। এর আগে, আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.০ শতাংশ করার ঘোষণা করেছিল। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো শেয়ার বাজারকে দেওয়া পৃথক তথ্যে বলেছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর পর লেোনের সুদের হারে এই সংশোধন করা হয়েছে।
advertisement
advertisement