একবার চেষ্টা করলেই ফল পাবেন তিন পুরুষ ধরে! স্বল্প পরিশ্রমেই এই দীর্ঘমেয়াদি লাভ, জেনে নিন কীভাবে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Coconut cultivation Tips:একবার এই চাষ করলেই তিন পুরুষ ফল মিলবে! হবে দ্বিগুণ লাভ। চাষীদের জন্য দারুন সুখবর। বিঘে বিঘে জায়গা নয় , উঁচু উর্বর স্বল্প জমি থাকলেই সম্ভব এই অর্থকরী চাষ। চাষীদের জন্য পরামর্শ রইলো বিজ্ঞানীদের।
জলপাইগুড়ি: একবার এই চাষ করলেই তিন পুরুষ ফল মিলবে! হবে দ্বিগুণ লাভ। চাষীদের জন্য দারুন সুখবর। বিঘে বিঘে জায়গা নয় , উঁচু উর্বর স্বল্প জমি থাকলেই সম্ভব এই অর্থকরী চাষ। চাষীদের জন্য পরামর্শ রইলো বিজ্ঞানীদের। নারকেল চাষ উত্তরবঙ্গের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে, এমনটাই জানালেন নারকেল বিকাশ বোর্ডের উপ অধিকর্তা। উত্তরবঙ্গে এই চাষে আয়ের বহু সম্ভাবনা রয়েছে। বহু কৃষক নারকেল চাষে উৎসাহী হয়ে চাষে এগিয়ে আসছেন। একবার যদি বছরে এই গাছ লাগানো হয় তিন থেকে চার বছর পরে ভালভাবে যত্ন করলে, প্রতিটি গাছ থেকে চার হাজার টাকা পর্যন্ত অর্থ উপার্জন হতে পারে এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন- অভিষেক এখন অনেক দূরে! শুরু থেকেই হৃদয়ে রয়ে গেলেন একজনই? ঐশ্বর্যর ফোনের ওয়ালপেপারে কার ছবি এটা? দেখলে চমকাবেন
তবে , চাষীদের ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় চাষের জমির পরিমাণ। কিন্তু, এই মুশকিল আসলে বিজ্ঞানীদের পরামর্শ, আরওপ্রয়োজন হবে না বিঘে বিঘে জমির। স্বল্প জায়গাতেও নারকেল চাষ সম্ভব। জমিকে অবশ্যই হতে হবে খানিক উঁচু এবং উর্বর। তা হলেই নারকেল চাষের মধ্য দিয়ে হবে অর্থ লাভ।নারকেল অর্থকড়ি ফসলের মধ্যে অন্যতম হলেও এই চাষে তেমন কোন ঝঞ্ঝাট নেই। নেই কোনও বেশিরকম খরচের ঝক্কি। নারকেল চাষে ইচ্ছুক ব্যক্তির বাড়ির চারপাশে স্বল্প জায়গার মধ্যে এই গাছ লাগানো যায় যেতে পারে। নারকেল গাছ থেকে যে শুধুই নারকেল ফল মেলে তাও নয়। নারকেল কুড়িয়ে তা থেকে নানান ধরনের নামিদামি খাবারের প্রোডাক্ট তৈরি করা হয়। নারকেলের পাশাপাশি নারকেলের খোসা দিয়ে তৈরি হয় ছোবা।
advertisement
নারকেলের শুকনো পাতা কাজে লাগে ঝাঁটা তৈরিতে। এছাড়াও নারকেলের খোলা বিভিন্ন ভাস্কর্যের কাজেও বহুল গৃহীত। এক কথায় বলা যায় নারকেলের কোন কিছুই ফেলানো যায় না। কৃষি দফতরের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কৃষকদের জন্য। এদিন প্রায় ১৫০ জন কৃষককে উন্নত মানের নারকেল চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন কৃষিআধিকারিকরা কৃষকদের সচেতন করলেন এবং পরামর্শ দিলেন কিভাবে এই নারকেল চাষ করে দ্রুত স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব। তবে লাভ শুধু চাষেই আটকে নয়, নারকেলের বাই প্রোডাক্ট থেকে কৃষকরা কিভাবে অতিরিক্ত আয় করতে পারেন সে বিষয়েও পরামর্শ দিলেন কৃষি আধিকারিকেরা।
advertisement
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 7:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
একবার চেষ্টা করলেই ফল পাবেন তিন পুরুষ ধরে! স্বল্প পরিশ্রমেই এই দীর্ঘমেয়াদি লাভ, জেনে নিন কীভাবে!