Most Expensive Fruit: সোনার চেয়েও দামি এই ফল! বাজারে প্রায় আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Most Expensive Fruit: সোনার থেকেও দামি! বাজারে এই ফল কেজি প্রতি বিক্রি হয়েছে প্রায় ২.৫ লক্ষ টাকায়।
জলপাইগুড়ি: জলপাইগুড়ির গৃহবধূর বাগানে ‘লাখ টাকার’ বিদেশি ফল! শখের গাছেই মিলল এমন সোনার ফল। জল শহরের সেই গৃহবধুর শুধু শখের বাগান ছিল। তবে, বদলে দিল উপহার পাওয়া একটি ছোট গাছ। কারণ সেই গাছেই ফলেছে লাখ টাকার আম! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আরও পড়ুন: PM Kisan: কবে মিলবে পিএম কিষান যোজনার টাকা ?
জাপানের বিখ্যাত ও বিশ্বের অন্যতম দামি মিয়াজ়াকি আম ফলেছে জলপাইগুড়ির সরকারপাড়ার গৃহবধূ অঙ্কিতা বনিকের বাড়ির উঠোনেই। গ্রীষ্মকাল এলেই আমের স্বাদেই মেতে ওঠে গোটা বাংলা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি… এই তালিকায় এ বার নাম লিখিয়েছে মিয়াজ়াকি। চোখজুড়োনো লাল রঙের এই আম শুধুই সুস্বাদু নয়, এর দামও আকাশছোঁয়া — এক সময় যা বাজারে আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য PNB নিয়ে এল বড় সুখবর ! এখন থেকে আর দিতে হবে না এই চার্জ
অঙ্কিতা দেবীর গল্পটা একটু অন্যরকম। মালদহ থেকে পাওয়া এক উপহার গাছেই হঠাৎ ফলন দিল এই জাপানি আম। প্রথমে চিনতে না পারলেও পরে যখন ফল পেকে ওঠে, তখন চারদিকের নজর গিয়ে পড়ে সেই গাছে। ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখন সেই আম দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
advertisement
এই মুহূর্তে বাজারে মিয়াজ়াকি আমের দাম তুলনায় কম — কেজি পাঁচ হাজার টাকার আশেপাশে। তবে দাম নিয়ে ভাবিত নন অঙ্কিতা দেবী। তিনি খুশি, কারণ শখের বাগানে এমন এক দুর্লভ প্রজাতির ফল ফলাতে পেরেছেন — যা অনেকেই কেবল টিভির পর্দায়ই দেখেন।পরিবারের সদস্যরাও খুশি। প্রকৃতির এমন উপহার তাদের কাছে সোনার চেয়ে দামি।“শুধু দাম নয়, নিজের হাতে এমন কিছু ফলাতে পারার আনন্দটাই সবচেয়ে বড়,” বলছেন অঙ্কিতা।এই শখ আর যত্নই হয়তো একদিন জলপাইগুড়িকে নতুন করে চিনিয়ে দেবে!
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 3:36 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Fruit: সোনার চেয়েও দামি এই ফল! বাজারে প্রায় আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে