Most Expensive Fruit: সোনার চেয়েও দামি এই ফল! বাজারে প্রায় আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে

Last Updated:

Most Expensive Fruit: সোনার থেকেও দামি! বাজারে এই ফল কেজি প্রতি বিক্রি হয়েছে প্রায় ২.৫ লক্ষ টাকায়।

+
জলপাইগুড়ির

জলপাইগুড়ির উঠোনে লাখ টাকার আম

জলপাইগুড়ি: জলপাইগুড়ির গৃহবধূর বাগানে ‘লাখ টাকার’ বিদেশি ফল! শখের গাছেই মিলল এমন সোনার ফল। জল শহরের সেই গৃহবধুর শুধু শখের বাগান ছিল। তবে, বদলে দিল উপহার পাওয়া একটি ছোট গাছ। কারণ সেই গাছেই ফলেছে লাখ টাকার আম! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
জাপানের বিখ্যাত ও বিশ্বের অন্যতম দামি মিয়াজ়াকি আম ফলেছে জলপাইগুড়ির সরকারপাড়ার গৃহবধূ অঙ্কিতা বনিকের বাড়ির উঠোনেই। গ্রীষ্মকাল এলেই আমের স্বাদেই মেতে ওঠে গোটা বাংলা। ফজলি, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি… এই তালিকায় এ বার নাম লিখিয়েছে মিয়াজ়াকি। চোখজুড়োনো লাল রঙের এই আম শুধুই সুস্বাদু নয়, এর দামও আকাশছোঁয়া — এক সময় যা বাজারে আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।
advertisement
advertisement
অঙ্কিতা দেবীর গল্পটা একটু অন্যরকম। মালদহ থেকে পাওয়া এক উপহার গাছেই হঠাৎ ফলন দিল এই জাপানি আম। প্রথমে চিনতে না পারলেও পরে যখন ফল পেকে ওঠে, তখন চারদিকের নজর গিয়ে পড়ে সেই গাছে। ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখন সেই আম দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
advertisement
এই মুহূর্তে বাজারে মিয়াজ়াকি আমের দাম তুলনায় কম — কেজি পাঁচ হাজার টাকার আশেপাশে। তবে দাম নিয়ে ভাবিত নন অঙ্কিতা দেবী। তিনি খুশি, কারণ শখের বাগানে এমন এক দুর্লভ প্রজাতির ফল ফলাতে পেরেছেন — যা অনেকেই কেবল টিভির পর্দায়ই দেখেন।পরিবারের সদস্যরাও খুশি। প্রকৃতির এমন উপহার তাদের কাছে সোনার চেয়ে দামি।“শুধু দাম নয়, নিজের হাতে এমন কিছু ফলাতে পারার আনন্দটাই সবচেয়ে বড়,” বলছেন অঙ্কিতা।এই শখ আর যত্নই হয়তো একদিন জলপাইগুড়িকে নতুন করে চিনিয়ে দেবে!
advertisement
সুরজিৎ দে 
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Fruit: সোনার চেয়েও দামি এই ফল! বাজারে প্রায় আড়াই লক্ষ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement