‘বিলিওনেয়ার’ মানেই বিলাসবহুল গাড়ি নয় !

Last Updated:

ভারতে এমন অনেক ধনী ব্যক্তি এবং ফিল্ম স্টার রয়েছেন, যাঁদের জীবনযাত্রার ধরণ অত্যন্ত সাধারণ ৷ গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও তাঁরা ওই একই আদর্শ মেনে চলেন ৷

#মুম্বই:  ধনী হলেই যে কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়তে হবে , তার হয়তো কোনও মানে নেই ৷ ভারতে এমন অনেক ধনী ব্যক্তি এবং ফিল্মস্টার রয়েছেন, যাঁদের জীবনযাত্রার ধরণ অত্যন্ত সাধারণ ৷ গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও তাঁরা ওই একই আদর্শ মেনে চলেন ৷
ধনী হলেই যে বিলাসবহুল গাড়িতে চড়তে হবে ৷ এই মতে তাঁরা একেবারেই বিশ্বাসী নয় ৷ আমরা হয়তো অডি, পোর্শে, জাগুয়ারের মতো গাড়ির শো-রুমে দাঁড়িয়ে ভাবি, এগুলো তো শুধু ‘বড় লোক’-রাই চড়েন ৷ কিন্তু আদতে সেটা নয় ৷ আসুন দেখে নেওয়া যাক ভারতের কোন কোন ধনীরা বিলাসবহুলের বদলে সাধারণ গাড়িকেই বেছে নিয়েছেন--
advertisement
১) দক্ষিণ ভারতের মেগাস্টার রজনীকান্ত যাঁর বছরে রোজগার হলিউড তারকা টম ক্রুজের সমান ৷ এমনকী, বলিউডের প্রথম সারির অভিনেতাদের থেকেও তাঁর আয়  অনেকাংশেই বেশি ৷ তিনি কি না ব্যবহার করেন একটা সাধারণ ‘টয়োটা ইনোভা' গাড়ি। একবার তো শাহরুখ খানের উপহার হিসেবে দেওয়া বিএমডাব্লু-৭ গাড়িও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
২) আনন্দ মাহিন্দ্রা, দেশের অটোমোবাইল সেক্টরে বড় নাম ৷ এই  বিলিওনেয়ার ইচ্ছে করলেই দারুণ বিলাসবহুল গাড়ি চড়তে পারেন ৷ কিন্তু মজার বিষয় হল, তিনি ব্যবহার করেন তাঁর নিজের সংস্থার একটি এসইউভি গাড়ি ৷ সব লাক্সারি গাড়ি ছেড়ে বোলেরো বা স্করপিওই তাঁর বেশি পছন্দ ৷ এটাই নাকি তাঁর সংস্থার মার্কেটিং স্ট্র্যাটেজি ৷
advertisement
Anand-Mahindra-in-a-Mahindra-Scorpio
৩) নন্দন নিলেকানি, আইটি জগতের বিখ্যাত নাম। তাঁর হাত ধরেই আধার কার্ড প্রকল্প দিনের আলো দেখেছে ভারতবর্ষে। অত্যন্ত ব্যস্ত এই পেশাদার বিলাসী জীবন একেবারেই পছন্দ করেন না। ইনি একটি টয়োটা ইনোভা এমপিভি গাড়ি চড়েন।
৪) এন.আর. নারায়নমূর্তি, প্রবাদপ্রতিম এই আইটি বিশেষজ্ঞ আইটি জগতের মানচিত্রে ভারতকে তুলে ধরেছেন। তাঁর সাফল্য এবং অর্থনৈতিক ক্ষমতা কতটা তা কারোরই অজানা নয় ৷  কিন্তু ইনি একটি সাধারণ 'স্কোডা লওরা' গাড়িতে চড়তেই বেশি পছন্দ করেন ৷
advertisement
NR-Narayana-Murthy-with-his-Skoda-Laura
৫) আজিম প্রেমজি, উইপ্রোর এই শীর্ষ পদাধিকারী এবং দেশের শিল্পজগতের মধ্যে শীর্ষ স্থানাধিকারীদের তালিকায় থাকা আজিম প্রেমজি ব্যবহার করেন একটা টয়োটা করোলা।
Azim-Premji-in-his-pre-owned-Mercedes-Benz-E-Class
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘বিলিওনেয়ার’ মানেই বিলাসবহুল গাড়ি নয় !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement