'ব্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া' অশোক চৌহান, তাঁর হাত ধরেই তৈরি বিসলেরি, থাম্বস-আপ, গোল্ড-স্পট

Last Updated:

মিনারেল ওয়াটার মানেই বিসলেরি। নামটাই যথেষ্ট। সূত্রের খবর, বিসলেরি সংস্থাকে কিনতে চলেছে টাটা গ্রুপের অন্যতম কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্টস

#নয়াদিল্লি: মিনারেল ওয়াটার মানেই বিসলেরি। নামটাই যথেষ্ট। সূত্রের খবর, বিসলেরি সংস্থাকে কিনতে চলেছে টাটা গ্রুপের অন্যতম কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্টস। প্রায় ৬০০০ থেকে ৭০০০ কোটি টাকার চুক্তি হতে পারে। তবে শুধু টাটা নয়, বিসলেরি কেনার দৌড়ে রয়েছে রিলায়েন্স, রিটেল, নেসলে এবং ড্যানোনও। সিএনবিসি-টিভি১৮-এর সঙ্গে কথোপকথনে বিসলেরি ইন্টারন্যাশনালের অশোক চৌহান বলেন, ‘আমরা টাটার সঙ্গে কথা বলছি। আরও কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে। কিন্তু সে সম্পর্কে এখনই কিছু জানানো যাবে না’।
শুধু বিসলেরি নয়, মাজা, থাম্বস আপ, গোল্ড-স্পট-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড-এর শ্রষ্টা যে মানুষটি, তাঁর নাম অশোক চৌহান। বলা চলে, আমাদের দেশকে সফট ড্রিংক্স-এর সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন তিনি। তাঁকে বলা হয়  'ব্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া'।
সিএনবিসি আওয়াজ-এ একটি সাক্ষাৎকারে অশোক চৌহান জানান, আমেরিকা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর পড়াশোনা শেষ করে ১৯৬২ সালে তিনি পারলে গ্রুপ-এ যোগ দেন। তাঁর ভাষায়, '' যোগ্য প্রার্থীদের আমার সঙ্গে কাজ করানোয় উদ্দীপিত করাটাই সবথেকে বড় চালেঞ্জ। এই সব ব্যবসায় কোনও ফিক্সড ফর্মুলা থাকে না। একটাই মন্ত্র--- প্রডাক্ট-এর উন্নতিকল্পে ফোকাস করতে হবে।''
advertisement
advertisement
তিনি আরও জানান, '' সাফল্য অনেকটাই নির্ভর করে কীভাবে প্রোডাক্ট প্রোমোট করা হচ্ছে। প্রথমদিকে সংস্থা সুনীল গাভাসকর, কপিল দেব-এর মত কিংবদন্তী ক্রিকেটার, সলমনের মতো জনপ্রিয় তারকাকে দিয়ে প্রচার করিয়েছিল।
১৯৭৭ সালে একটি দেশীয় সফট ড্রিংক ব্র্যান্ড 'ক্যাম্পা কোলা' বিদেশের মার্কেটে সাড়া ফেলে। এরপর বিসলেরি তাদের সফট ড্রিংক্স থাম্বস আপ লঞ্চ করল। থাম্বস আপ বিদেশের বাজারে খুবই জনপ্রিয়, কিন্তু ভারতে থাম্বস আপ মানে অন্য কিছু ভাবা হত। নামটা দিয়েছিলেন ত্রিকায়া অ্যাড এজেন্সির রবি গুপ্তা। বিসলেরি সেই নামটিই রাখে এবং পরিবর্তনও করে না। পরবর্তীতে সফ্ট ড্রিংক্স ইন্ডাস্ত্রিতে জ্বলজ্বলে নাম হয়ে ওঠে থাম্বস আপ।
advertisement
অমিত চৌহান ১৯৬৯ সালে একটি ইতালীয় সংস্থা থেকে বিসলেরি কিনে নেন, দাম মাত্র ৪ লাখ টাকা! আর আজ? ভারতের সর্ববৃহৎ মিনারেল ওয়াটার ইন্ডাস্ট্রি এটি। এই আর্থিক বছরে বিসলেরির আয় ২,৫০০ কোটি এবং লাভ` ২২০ কোটি হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ১২২টি প্ল্যান্টে বিসলেরি তৈরি করে, যার মধ্যে ১৩টি নিজস্ব প্ল্যান্ট। শুধু তাই নয়, কোম্পানির ৪৫০০ ডিস্ট্রিবিউটর এবং ৫০০০-এর বেশি ট্রাক পণ্য বহন করে। প্যাকেজড ওয়াটার মার্কেটে বিসলেরির ৩২ শতাংশ শেয়ার রয়েছে।অধিগ্রহণের পর, টাটা কনজিউমার প্যাকেজড মিনারেল ওয়াটারের দুনিয়ায় বৃহত্তম কোম্পানি হয়ে উঠবে। টাটা কনজিউমারের বর্তমানে হিমালয়ম, টাটা কপার প্লাস, টাটা গ্লুকো প্লাস আছে। প্রসঙ্গত, দেশে প্যাকেজযুক্ত জলের বাজার ২০,০০০ কোটি টাকার। এর প্রায় ৬০ শতাংশই অসংগঠিত ক্ষেত্রের দখলে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'ব্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া' অশোক চৌহান, তাঁর হাত ধরেই তৈরি বিসলেরি, থাম্বস-আপ, গোল্ড-স্পট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement