Coronavirus Pandemic| ভয়ংকর আর্থিক মন্দা আসছে, সব ওলটপালট হয়ে যাচ্ছে! RBI রিপোর্টে আশঙ্কা

Last Updated:

ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে৷ সূত্রের খবর, ২১ দিনের ওই লকডাউন আরও বাড়তে পারে৷ আরবিআই-এর রিপোর্ট জানাচ্ছে, 'লকডাউনের মাধ্যমেই ভারতের অর্থনীতিকে প্রবল ধাক্কা দেবে করোনা ভাইরাস৷ দ্বিতীয় দিক থেকে ভারতের ধাক্কা আসবে, বিশ্ব বাণিজ্য ও আর্থিক বৃদ্ধির মন্দার জেরে৷'

#নয়াদিল্লি: দেশের অর্থনীতি উন্নয়ন একেবারে আমূল পাল্টে গেল করোনা ভাইরাসের জেরে৷ এমনই আশঙ্কার কথা শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি রিপোর্ট৷ তাতে স্পষ্ট বলা হচ্ছে, ভারত-সহ গোটা দক্ষিণ এশিয়ার আর্থিক উন্নতি ছারখার হয়ে গেল করোনার জেরে৷
আরবিআই-এর রিপোর্টে বিশ্বজুড়ে আর্থিক মন্দার উল্লেখ স্পষ্ট৷ রিপোর্টে বলা হচ্ছে, 'COVID-19 মহামারির আগে, ২০২০-২১ সালে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছিল ঊর্ধ্বগামী৷ কিন্তু করোনা মহামারির পরে ওই পূর্বাভাসটা ঠিক উল্টে যাচ্ছে৷ ২০২০ সালে প্রবল মন্দার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব৷ করোনা মহামারির পরবর্তী অবস্থাটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে৷'
আরবিআই রিপোর্ট বলছে, 'বিশ্ব মন্দার জেরে মোটা চাহিদার উপর বিরূপ প্রভাব পড়বে৷ সাপ্লাই সাপ্লাই চেন ও পর্যটন শিল্পে ধাক্কা ও একাধিক অর্থনীতি লকডাউনের জেরে মমন্দা দেখা দেবে৷'
advertisement
advertisement
ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে৷ সূত্রের খবর, ২১ দিনের ওই লকডাউন আরও বাড়তে পারে৷ আরবিআই-এর রিপোর্ট জানাচ্ছে, 'লকডাউনের মাধ্যমেই ভারতের অর্থনীতিকে প্রবল ধাক্কা দেবে করোনা ভাইরাস৷ দ্বিতীয় দিক থেকে ভারতের ধাক্কা আসবে, বিশ্ব বাণিজ্য ও আর্থিক বৃদ্ধির মন্দার জেরে৷'
একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম কমার দিকেই প্রবণতা দেখা যাচ্ছে৷ এটা চলতে থাকলে, ব্যবসার দিক থেকে ভারতের খানিক উন্নতি হতে পারে৷
advertisement
২০১৯ সালের শেষের তিন মাসে ভারতের অর্থনীতি খুব খারাপ অবস্থাতেই ছিব৷ গত ৬ বছরে সবচেয়ে কম বৃদ্ধির হার৷ এবার দেশজুড়ে লকডাউন মার্চে ত্রৈমাসিক বৃদ্ধিতেও প্রভাব ফেলবে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Coronavirus Pandemic| ভয়ংকর আর্থিক মন্দা আসছে, সব ওলটপালট হয়ে যাচ্ছে! RBI রিপোর্টে আশঙ্কা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement