Coronavirus Pandemic| ভয়ংকর আর্থিক মন্দা আসছে, সব ওলটপালট হয়ে যাচ্ছে! RBI রিপোর্টে আশঙ্কা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে৷ সূত্রের খবর, ২১ দিনের ওই লকডাউন আরও বাড়তে পারে৷ আরবিআই-এর রিপোর্ট জানাচ্ছে, 'লকডাউনের মাধ্যমেই ভারতের অর্থনীতিকে প্রবল ধাক্কা দেবে করোনা ভাইরাস৷ দ্বিতীয় দিক থেকে ভারতের ধাক্কা আসবে, বিশ্ব বাণিজ্য ও আর্থিক বৃদ্ধির মন্দার জেরে৷'
#নয়াদিল্লি: দেশের অর্থনীতি উন্নয়ন একেবারে আমূল পাল্টে গেল করোনা ভাইরাসের জেরে৷ এমনই আশঙ্কার কথা শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি রিপোর্ট৷ তাতে স্পষ্ট বলা হচ্ছে, ভারত-সহ গোটা দক্ষিণ এশিয়ার আর্থিক উন্নতি ছারখার হয়ে গেল করোনার জেরে৷
আরবিআই-এর রিপোর্টে বিশ্বজুড়ে আর্থিক মন্দার উল্লেখ স্পষ্ট৷ রিপোর্টে বলা হচ্ছে, 'COVID-19 মহামারির আগে, ২০২০-২১ সালে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছিল ঊর্ধ্বগামী৷ কিন্তু করোনা মহামারির পরে ওই পূর্বাভাসটা ঠিক উল্টে যাচ্ছে৷ ২০২০ সালে প্রবল মন্দার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব৷ করোনা মহামারির পরবর্তী অবস্থাটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে৷'
আরবিআই রিপোর্ট বলছে, 'বিশ্ব মন্দার জেরে মোটা চাহিদার উপর বিরূপ প্রভাব পড়বে৷ সাপ্লাই সাপ্লাই চেন ও পর্যটন শিল্পে ধাক্কা ও একাধিক অর্থনীতি লকডাউনের জেরে মমন্দা দেখা দেবে৷'
advertisement
advertisement
ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে৷ সূত্রের খবর, ২১ দিনের ওই লকডাউন আরও বাড়তে পারে৷ আরবিআই-এর রিপোর্ট জানাচ্ছে, 'লকডাউনের মাধ্যমেই ভারতের অর্থনীতিকে প্রবল ধাক্কা দেবে করোনা ভাইরাস৷ দ্বিতীয় দিক থেকে ভারতের ধাক্কা আসবে, বিশ্ব বাণিজ্য ও আর্থিক বৃদ্ধির মন্দার জেরে৷'
একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম কমার দিকেই প্রবণতা দেখা যাচ্ছে৷ এটা চলতে থাকলে, ব্যবসার দিক থেকে ভারতের খানিক উন্নতি হতে পারে৷
advertisement
২০১৯ সালের শেষের তিন মাসে ভারতের অর্থনীতি খুব খারাপ অবস্থাতেই ছিব৷ গত ৬ বছরে সবচেয়ে কম বৃদ্ধির হার৷ এবার দেশজুড়ে লকডাউন মার্চে ত্রৈমাসিক বৃদ্ধিতেও প্রভাব ফেলবে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2020 5:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Coronavirus Pandemic| ভয়ংকর আর্থিক মন্দা আসছে, সব ওলটপালট হয়ে যাচ্ছে! RBI রিপোর্টে আশঙ্কা