এই একটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে গোটা গ্রামের অর্থনীতি! চাহিদাও বাড়ছে ব্যাপক হারে

Last Updated:

বর্তমানে ব্যাপক চাহিদা বাড়ছে কৃষকদের মধ্যে, বিক্রিও বেড়েছে

+
কেঁচো

কেঁচো থেকে তৈরি জৈবসার 

মালদহ: কোন রাসায়নিক নয়, জৈব সারের ব্যবহার বাড়াতেই শুরু করেছিলেন কেঁচো সার উৎপাদন। পাঁচ বিঘা জমিতে একাধিক চৌবাচ্চা তৈরি করে শুরু হয় সার উৎপাদন। বর্তমানে বছরে প্রায় তিনশো কুইন্ট্যাল জৈবসার উৎপাদন হচ্ছে। যেগুলি মালদহের বিভিন্ন প্রান্তে কৃষি কাজে ব্যবহার করা হচ্ছে।
মালদহে উৎপাদিত এই জৈবসার মূলত আমবাগানে প্রয়োগ করা হচ্ছে। বাগানে আম শেষ হবার পরেই জৈব সার দেওয়া হয়। তাই এখন চাহিদা বাড়ছে এই জৈবসারের।মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতির বাসিন্দা সাইফুদ্দিন আহমেদ। তিনি প্রায় ২০ বছর ধরে এই জৈবসার উৎপাদন করে আসছেন। সার উৎপাদনের প্রশিক্ষণ নিয়েছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বিদেশ থেকে নিয়ে আসেন কেঁচো। আগাছা, ঘাস, কচুরিপানা এই সমস্ত দিয়ে চৌবাচ্চায় আস্তরণ তৈরি করেন। তারপর সেখানে কেঁচো ছেড়ে দেন। তারপর সেখানে কয়েকমাস পর তৈরি হয় সার।‌
advertisement
advertisement
সাইফুদ্দিন আহমেদ বলেন, কুড়ি বছর ধরে আমি জৈব সার উৎপাদন করছি। মূলত এই সার আম বাগানে বেশি করে ব্যবহার করা হচ্ছে। রাসায়নিক সারের পরিবর্তে এই স্যার ব্যবহারে ঢুকে পড়েছেন সমস্ত কৃষকেরা। বছরে তিনবার উৎপাদন হচ্ছে সার। প্রায় তিন কুইন্টাল সার উৎপাদন করতে পারছি। সমস্তটাই মালদহ জেলায় বিক্রি হচ্ছে।
advertisement
বর্তমানে চাহিদা ব্যাপক বেড়েছে এই জৈবসারের। তিনি দশটাকা কেজি দরে বিক্রি করছেন। বছরে তিনবার সার উৎপাদন হচ্ছে।‌ বর্তমানে সাধারণ কৃষকদের মধ্যে জৈব সার প্রয়োগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই চাহিদাও বাড়ছে এই জৈব সারের। বর্তমানে জৈব সার বিক্রি করেই লাভবান হচ্ছেন মালদহের এই উৎপাদনকারী কৃষক।নিজের সার উৎপাদনের পাশাপাশি জেলার অন্যান্য কৃষকদের মধ্যেও জৈব সার তৈরির পদ্ধতির প্রশিক্ষণ দিচ্ছেন সাইফুদ্দিন আহমেদ।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই একটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে গোটা গ্রামের অর্থনীতি! চাহিদাও বাড়ছে ব্যাপক হারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement