Money Making Tips: থাই কাঁঠাল চাষ করে রোজগার হচ্ছে লাখ লাখ টাকা! 

Last Updated:

Money Making Tips: কীভাবে এই চাষ শুরু করবেন, কত খরচ পড়ে, কত লাভ হয়, আর বেশি ফলনের জন্য কী টিপস কাজে লাগবে, সব জেনে নিন একসাথে।

থাই কাঁঠাল 
থাই কাঁঠাল 
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় রাজ্যের ধানের গোলা। এই জেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষ হয়। তবে বর্ধমানের এই ব্যক্তি করছেন একটু অন্য ধরনের চাষ। ধান চাষের পরিবর্তে তিনি থাই কাঁঠাল চাষ করছেন। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অধীনে রয়েছে খেঁয়াইবান্দা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা গৌতম ঘোষ। গৌতম বাবুর কাটোয়া শহরে একটা ছোট্ট হস্তশিল্প সামগ্রীর দোকান রয়েছে।
তবে নিজের ব্যবসা সামলানোর পরেও তিনি প্রতিনিয়ত নজর দেন চাষের প্রতি। চাষের প্রতি তার একটা আলাদা নেশা রয়েছে। তিনিই তার ৫ বিঘা জমির মধ্যেই ধান চাষের পরিবর্তে কাঁঠাল চাষ শুরু করেছেন। গৌতম বাবুর কথায় ধান চাষের থেকে কাঁঠাল চাষ অনেকটাই বেশি লাভজনক।
advertisement
advertisement
এই থাই কাঁঠাল চাষ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে পাইকারি চারা পাওয়া যাবে। ১ বিঘা জায়গায় ১৬০ টা চারা বসবে । তিনবছর পর ভাল ফলন পাওয়া যাবে। ১ টা গাছ থেকে ৫০ কেজি ফলন পাওয়া যাবে। হিসাব করে দেখলে ১৫০ টা গাছ থেকে তিনবছর পর থেকে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করা যায়। তবে আরও বেশ কয়েকবছর গেলে ১ বিঘা জায়গা থেকে বছরে ৭/৮ লাখ টাকার এঁচোড় পাওয়া যাবে।
advertisement
গৌতম বাবু তার নিজের বাড়ির কাছেও ১০ কাঠা জায়গায় থাই কাঁঠাল চাষ করেছেন। আর তার ৫ বিঘা জমিতে কাঁঠাল ছাড়াও রয়েছে লেবু, কুল এবং পেয়ারা। ধান চাষের থেকে এই চাষে লাভ অনেকটাই বেশি। ধৈর্য্য ধরে এইধরনের চাষে সময় দিলেই মোটা অংকের টাকা উপার্জন করা সম্ভব।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: থাই কাঁঠাল চাষ করে রোজগার হচ্ছে লাখ লাখ টাকা! 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement