বিসলেরি কিনছে টাটা, ৭০০০ কোটি টাকার চুক্তি, জেনে নিন ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট!

Last Updated:

তবে শুধু টাটা নয়, বিসলেরি কেনার দৌড়ে রয়েছে রিলায়েন্স, রিটেল, নেসলে এবং ড্যানোনও।

#কলকাতা: মিনারেল ওয়াটার মানেই বিসলেরি। নামটাই যথেষ্ট। সূত্রের খবর, বিসলেরি সংস্থাকে কিনতে চলেছে টাটা গ্রুপের অন্যতম কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্টস। প্রায় ৬০০০ থেকে ৭০০০ কোটি টাকার চুক্তি হতে পারে। তবে শুধু টাটা নয়, বিসলেরি কেনার দৌড়ে রয়েছে রিলায়েন্স, রিটেল, নেসলে এবং ড্যানোনও। সিএনবিসি-টিভি১৮-এর সঙ্গে কথোপকথনে বিসলেরি ইন্টারন্যাশনালের রমেশ চৌহান বলেন, ‘আমরা টাটার সঙ্গে কথা বলছি। আরও কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে। কিন্তু সে সম্পর্কে এখনই কিছু জানানো যাবে না’।
বিসলেরির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোটা ভারতে বিসলিরের ১৫০টিরও বেশি উৎপাদন ইউনিট রয়েছে। রয়েছে ৫০০০ ট্রাক-সহ ৪ হাজার ডিলারের বিস্তৃত নেটওয়ার্ক। মিনারেল ওয়াটার ছাড়াও, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রিমিয়াম বেদিকা হিমালয়ান স্প্রিং ওয়াটারও বিক্রি করে। হ্যান্ড পিউরিফায়ারের ছোট ব্যবসা ছাড়াও রয়েছে কার্বনেটেড পানীয় লিমোনাটা এবং মশলাদার সোডা এবং ফলের পানীয়ের ব্যবসা। গ্রাহকদের কাছে সরাসরি পণ্য সরবরাহ করার জন্য রয়েছে বিসলেরির নিজস্ব অ্যাপ Bisleri@Doorstep।
advertisement
advertisement
খবর অনুযায়ী, এই চুক্তি নিয়ে টাটা কনজিউমার এবং বিসলেরির মধ্যে দুই বছর ধরে আলোচনা চলছিল। বিসলারি প্রতিষ্ঠাতা রমেশ চৌহান এই চুক্তির বিষয়ে টাটা গ্রুপের শীর্ষ ম্যানেজমেন্টের সাথে দেখা করেছেন।
পুঁজির বাজারে এই চুক্তি নিয়ে ব্যাপক জল্পনা চলছে। কারণ বিসলেরি একটি লাভজনক কোম্পানি। রিপোর্ট অনুযায়ী চুক্তির পরেও বর্তমান ব্যবস্থাপকরা দুই বছরের জন্য বিসলেরি পরিচালনা করবে।
advertisement
এবার বিসলেরির ব্যবসার কথা বলা যাক। এই আর্থিক বছরে বিসলেরির আয় ২,৫০০ কোটি এবং লাভ` ২২০ কোটি হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ১২২টি প্ল্যান্টে বিসলেরি তৈরি করে, যার মধ্যে ১৩টি নিজস্ব প্ল্যান্ট। শুধু তাই নয়, কোম্পানির ৪৫০০ ডিস্ট্রিবিউটর এবং ৫০০০-এর বেশি ট্রাক পণ্য বহন করে। প্যাকেজড ওয়াটার মার্কেটে বিসলেরির ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
advertisement
অধিগ্রহণের পর, টাটা কনজিউমার প্যাকেজড মিনারেল ওয়াটারের দুনিয়ায় বৃহত্তম কোম্পানি হয়ে উঠবে। টাটা কনজিউমারের বর্তমানে হিমালয়ম, টাটা কপার প্লাস, টাটা গ্লুকো প্লাস আছে। প্রসঙ্গত, দেশে প্যাকেজযুক্ত জলের বাজার ২০,০০০ কোটি টাকার। এর প্রায় ৬০ শতাংশই অসংগঠিত ক্ষেত্রের দখলে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিসলেরি কিনছে টাটা, ৭০০০ কোটি টাকার চুক্তি, জেনে নিন ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement