সাইরাসকে পালটা আক্রমণ টাটার, বিশ্বাসভঙ্গ ও তথ্য ফাঁসের অভিযোগ
Last Updated:
সাইরাসের ই-মেলের জবাবে পালটা আক্রমণে টাটা গোষ্ঠী। সংস্থার গোপন তথ্য ফাঁস সহ একাধিক অভিযোগে সাইরাসকে আক্রমণ টাটাদের।
#নয়াদিল্লি: সাইরাসের ই-মেলের জবাবে পালটা আক্রমণে টাটা গোষ্ঠী। সংস্থার গোপন তথ্য ফাঁস সহ একাধিক অভিযোগে সাইরাসকে আক্রমণ টাটাদের। টাটা-সাইরাস টানাপোড়েনের মধ্যেই তদন্তের মুখে পড়তে চলেছে টাটারা। টাটা-এয়ার এশিয়া চুক্তিতে অনিয়ম নিয়ে এবার তদন্তের ইঙ্গিত দিল সেবি ও প্রতিযোগিতা কমিশন। টাটাদের তরফে সেবির কাছে যে ব্যাখ্যা জমা পড়েছে, তাতেও সন্তুষ্ট নয় বাজার নিয়ামক সংস্থা। এই টালামাটালের জেরে শেয়ার বাজারেও ধসের মুখে টাটা গোষ্ঠী।
সাইরাস অপসারণের পর টাটা গোষ্ঠীর সঙ্কট যেন কাটছেই না। টাটা- এয়ার এশিয়া চুক্তিতে অনিয়ম নিয়ে তদন্তের পথে হাঁটতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই চুক্তিতে ২২ কোটি টাকা বেআইনিভাবে পাচারের অভিযোগ উঠেছে। সাইরাসের ই-মেলে এই লেনদেনের বিষয় উল্লেখ থাকাতেই নড়েচড়ে বসেছে টাটা গোষ্ঠী।
বিকেলে টাটাদের তরফে বিবৃতিতে কার্যত তুলোধনা করা হয় সাইরাসকে। বহিষ্কৃত চেয়ারম্যানের সব অভিযোগ খারিজ করে সাইরাসকে পালটা আক্রমণ টাটাদের।
advertisement
advertisement
-সাইরাস সংস্থার গোপনীয় তথ্য ফাঁস করে বিশ্বাসভঙ্গ
-কর্পোরেট নীতির তোয়াক্কা না করে বোর্ডের চিঠি ফাঁস
- চেয়ারম্যান হিসাবে তাঁকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল
- সংস্থাকে সঠিক পথ দেখাতে তিনি ব্যর্থ
- নীতি ও দায়বদ্ধতার বাইরে গিয়ে কাজ করেছেন সাইরাস
- টাটাদের আদর্শ ও ব্যবসায়ীক আদর্শ বুঝতে ব্যর্থ
নাম না করে রতন টাটার ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাইরাস। ভুল সিদ্ধান্তের জেরে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগও তুলেছিলেন। পালটা বিবৃতিতে তা খারিজ করলেও লাভ-ক্ষতির অঙ্ক নিয়ে মুখ খোলেনি টাটা গোষ্ঠী।
advertisement
টাটাদের অন্দরে এই টানাপোড়েনের জেরে গত ৩ দিন ধরে সংস্থার শেয়ারের দামেও ধস। বৃহস্পতিবারও টাটা পাওয়ার, টাটা কেমিক্যালস, টাটা স্টিল সহ ৫টি সংস্থার দাম গড়ে ৩ শতাংশ পড়েছে। এই পরিস্থিতি নতুন চেয়ারম্যান খুঁজতে শুক্রবার বৈঠকে বসছে সার্চ কমিটি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2016 5:57 PM IST