Tata Motors| এবার হাজারের বেশি চাকরি ছাঁটাই করতে চলেছে টাটা মোটরস
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সংস্থার আশা, ২০২১ সালের মার্চের মধ্যে তারা ৫০০ কোটি পাউন্ড খরচ বাঁচাতে পারবে জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে৷ টাটা মোটরস-এর সিএফও পিবি বালাজি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ৩৫০ কোটি পাউন্ড বাঁচাতে পেরেছি৷
#মুম্বই: করোনা ভাইরাস অতিমারি ও লকডাউনের জেরে বিশ্বের বিভিন্ন সংস্থা দেদার কর্মী ছাঁটাই করছে৷ এ বার কর্মী ছাঁটাইয়ের পথে টাটা মোটরস (Tata Motors)-ও৷ টাটা মোটরস-এর জাগুয়ার ল্যান্ড রোভার-এ ১ হাজার ১০০ জনকে ছাঁটাই করবে৷ এঁরা সবাই অস্থায়ী কর্মী৷ টাটা মোটরস এই লাক্সারি গাড়ির সেগমেন্টে ১২৬ কোটি মার্কিন ডলার খরচ কমানোর টার্গেট করেছে৷
সংস্থার আশা, ২০২১ সালের মার্চের মধ্যে তারা ৫০০ কোটি পাউন্ড খরচ বাঁচাতে পারবে জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে৷ টাটা মোটরস-এর সিএফও পিবি বালাজি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ৩৫০ কোটি পাউন্ড বাঁচাতে পেরেছি৷
জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে মূলধনী খরচও কমিয়েছে ফেলছে টাটা মোটরস৷ আগে বছরে ৩০০ কোটি পাউন্ড খরচ করত মূলধনী খরচ বাবদ৷ এ বারে তা কমিয়ে ২৫০ কোটি পাউন্ড করা হয়েছে৷ প্রসঙ্গত, চতুর্থ ত্রৈমাসিকেও ক্ষতির মুখে সংস্থা৷
advertisement
advertisement
সোমবার চতুর্থ ত্রৈমাসিকের রেজাল্ট বের করেছে টাটা মোটর্স৷ তাতে দেখা যাচ্ছে, ৯ হাজার ৮৯৪ কোটি টাকা লোকসান হয়েছে৷ করোনা ভাইরাসের জেরে জাগুয়ার ল্যান্ড রোভার-সহ সব গাড়িরই বিক্রি ব্যাপক হারে কমে গিয়েছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2020 4:08 PM IST