Tata Motors| এবার হাজারের বেশি চাকরি ছাঁটাই করতে চলেছে টাটা মোটরস

Last Updated:

সংস্থার আশা, ২০২১ সালের মার্চের মধ্যে তারা ৫০০ কোটি পাউন্ড খরচ বাঁচাতে পারবে জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে৷ টাটা মোটরস-এর সিএফও পিবি বালাজি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ৩৫০ কোটি পাউন্ড বাঁচাতে পেরেছি৷

#মুম্বই: করোনা ভাইরাস অতিমারি ও লকডাউনের জেরে বিশ্বের বিভিন্ন সংস্থা দেদার কর্মী ছাঁটাই করছে৷ এ বার কর্মী ছাঁটাইয়ের পথে টাটা মোটরস (Tata Motors)-ও৷ টাটা মোটরস-এর জাগুয়ার ল্যান্ড রোভার-এ ১ হাজার ১০০ জনকে ছাঁটাই করবে৷ এঁরা সবাই অস্থায়ী কর্মী৷ টাটা মোটরস এই লাক্সারি গাড়ির সেগমেন্টে ১২৬ কোটি মার্কিন ডলার খরচ কমানোর টার্গেট করেছে৷
সংস্থার আশা, ২০২১ সালের মার্চের মধ্যে তারা ৫০০ কোটি পাউন্ড খরচ বাঁচাতে পারবে জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে৷ টাটা মোটরস-এর সিএফও পিবি বালাজি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ৩৫০ কোটি পাউন্ড বাঁচাতে পেরেছি৷
জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে মূলধনী খরচও কমিয়েছে ফেলছে টাটা মোটরস৷ আগে বছরে ৩০০ কোটি পাউন্ড খরচ করত মূলধনী খরচ বাবদ৷ এ বারে তা কমিয়ে ২৫০ কোটি পাউন্ড করা হয়েছে৷ প্রসঙ্গত, চতুর্থ ত্রৈমাসিকেও ক্ষতির মুখে সংস্থা৷
advertisement
advertisement
সোমবার চতুর্থ ত্রৈমাসিকের রেজাল্ট বের করেছে টাটা মোটর্স৷ তাতে দেখা যাচ্ছে, ৯ হাজার ৮৯৪ কোটি টাকা লোকসান হয়েছে৷ করোনা ভাইরাসের জেরে জাগুয়ার ল্যান্ড রোভার-সহ সব গাড়িরই বিক্রি ব্যাপক হারে কমে গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Motors| এবার হাজারের বেশি চাকরি ছাঁটাই করতে চলেছে টাটা মোটরস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement