New Business Ideas: বাড়িতে বসে মহিলারা শুরু করতে পারেন এই ৫ লাভজনক ব্যবসা, হতে পারেন লাখপতি!

Last Updated:

কলকাতার মেয়েদের জন্য কোন ব্যবসা লাভজনক? কত পুঁজি লাগবে? দেখে নেওয়া যাক সেগুলোই।

কলকাতা: নারী দশভূজা। ঘর-বার দক্ষ হাতে সামলায় সে। কিন্তু ‘বার’ বলতে শুধু চাকরির কথা মাথায় আসে কেন? ব্যবসাও তো হতে পারে! ছেলেদের সঙ্গে কাঁধ মিলিয়ে কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করতে পারে মেয়েরাও। সুগার কসমেটিক্সের বিনীতা সিং, কিংবা এমকিয়োর ফার্মাসিউটিক্যালের নমিতা থাপারের উদাহরণ তো হাতের কাছেই আছে। কলকাতার মেয়েরাও কম যান না মোটেই। কিন্তু কলকাতার মেয়েদের জন্য কোন ব্যবসা লাভজনক? কত পুঁজি লাগবে? দেখে নেওয়া যাক সেগুলোই।
অনলাইন কোচিং: বাড়িতে বসে কোচিং ক্লাস মহিলাদের জন্য আদর্শ। বিশেষ করে যাঁদের যোগ্যতা এবং দক্ষতা আছে। যে মহিলারা দায়িত্ব সামলে বাড়ি থেকে বেরনোর সময় পান না তাঁরা অনলাইন কোচিং ব্যবসা শুরু করতে পারেন। করোনাকালে অনলাইন কোচিং অন্য মাত্রায় পৌঁছেছে। তবে শুধু স্কুল-কলেজের পড়ানো নয়, শখের ক্লাসও করা যেতে পারে। সেটা হতেই পারে গান, নাচ, আর্ট অ্যান্ড ক্রাফট সেশন কিংবা রান্নার ক্লাস, অ্যারোবিকস, যোগা বা গিটারের মতো বাদ্যযন্ত্র শেখানো।
advertisement
advertisement
ঘরে তৈরি কেক এবং বেকারি পণ্য: বাঙালি মানেই মিষ্টিপ্রেমী। ইদানীং মানুষ স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিচ্ছে। ফলে বাড়িতে তৈরি কেক এবং মিষ্টির দাহিদা প্রবল। তাই যাঁরা বেকিংয়ে দক্ষ তাঁরা কলকাতায় কেক এবং বেকারি পণ্য তৈরি করে ভাল টাকা রোজগার করতে পারেন।
advertisement
কাস্টমাইজড শাড়ি, বুটিক: কলকাতার মেয়েরা শাড়ি পরবেন না, তাই কখনও হয়! জামদানি, বালুচরি থেকে এম্ব্রয়ডারির কাজ, রঙ এবং টেক্সচার, ফ্যাব্রিক বা বুনন সব ক্ষেত্রেই অনন্য। তাই কাস্টমাইজড শাড়ির বুটিক শুরু করা যেতে পারে। গৃহিণীদের জন্য এটা দুর্দান্ত ব্যবসা।
advertisement
ডোমেস্টিক হেল্প সার্ভিস: কলকাতা ব্যস্ত শহর। সকাল থেকেই সবাই দৌড়চ্ছে। ফলে গৃহকর্মী বা পরিচারিকার চাহিদা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে কলকাতায় ডোমেস্টিক হেল্প সার্ভিস লাভজনক ব্যবসা হতে পারে। পরিচারিকাদের রেজিস্ট্রেশন করিয়ে ক্লায়েন্টদের কাছে পাঠাতে হবে। বিশ্বস্ত পরিষেবার জন্য এই ধরনের সেন্টারের উপর ভরসা করেন মানুষ। তবে ক্লায়েন্টদের কাছে পাঠানোর আগে পরিচারিকাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া জরুরি।
advertisement
ক্যাটারিং সার্ভিস: ঘরে তৈরি খাবার কে না পছন্দ করে। বয়স্ক ব্যক্তিদের তো দরকার হয়ই। অনেক চাকরিজীবীও বাইরের খাবারের চেয়ে এই সার্ভিস পছন্দ করেন। বাড়িতে পার্টি বা অনুষ্ঠান থাকেও সুবিধাজনক। তাই ক্যাটারিং পরিষেবা কলকাতার সেরা ব্যবসা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: বাড়িতে বসে মহিলারা শুরু করতে পারেন এই ৫ লাভজনক ব্যবসা, হতে পারেন লাখপতি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement