মুনাফার আলোর ধারাবাহিকতা! গত দীপাবলি থেকে এই স্টকগুলো দিয়ে চলেছে ১০,০০০ শতাংশেরও বেশি রিটার্ন

Last Updated:

দীপাবলিতে তাসের বাজির রেওয়াজ আছে ঠিকই, বলা হয় তা না কি দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে। কিন্তু শেয়ার বাজারে বাজি ধরতে গিয়ে যদি টাকাটাই জলে যায়?

#কলকাতা: শেয়ার বাজারের বিশেষজ্ঞরা বলে থাকেন যে পেনি স্টক আপাতদৃষ্টিতে দেখতে গেলে ঝুঁকির ব্যাপার! কিন্তু ঝুঁকিই যে কখনও কখনও শেয়ার বাজারে মুনাফার জোয়ার এনেছে, সে কথা যাঁরা টাকা খাটান, সকলেই অল্প-বিস্তর জানেন। তাহলে কি চোখ বুজে পেনি স্টকে টাকা লাগানো যায়?
দীপাবলিতে তাসের বাজির রেওয়াজ আছে ঠিকই, বলা হয় তা না কি দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে। কিন্তু শেয়ার বাজারে বাজি ধরতে গিয়ে যদি টাকাটাই জলে যায়?
advertisement
চিন্তা নেই, বিশেষজ্ঞরা হদিশ দিয়েছেন ৬ মাল্টিব্যাগার পেনি স্টকের। এরা গত বছরের দীপাবলি থেকেই বিনিয়োগকারীদের ১০,০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়ে চলেছে, যেখানে সেনসেক্স এবং নিফটি দুই কমে এসেছে ৩ শতাংশের কাছাকাছি। সব চেয়ে বড় কথা- এই মুনাফার আলোর ধারাবাহিকতা এই দীপাবলির মরশুমেও বজায় আছে। এক নজরে জেনে নেওয়া যাক তাদের বিষয়ে।
advertisement
১. এসইএল ম্যানুফ্যাকচারিং
গত বছরের দীপাবলিতে এই স্টক ৬.৩৭ টাকায় বন্ধ হয়েছিল। এই মুহূর্তে এই শেয়ারের দাম যাচ্ছে ৬৯৮ টাকা। এটি বিনিয়োগকারীদের ১০,৮৬৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
২. কায়জার কর্পোরেশন
গত বছরের দীপাবলির হিসেব বলছে এটি বন্ধ হয়েছিল ০.৫৮ টাকায়। কম মনে হচ্ছে? বর্তমানে এর দাম যাচ্ছে প্রায় ৬০ টাকা মতো। এখনও কম মনে হলে জানিয়ে রাখা ভাল যে এটি বিনিয়োগকারীদের ১০,৩৫৬ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
৩. সুপ্রিম হোল্ডিংস অ্যান্ড হসপিটালিটি
নামের মধ্যেই একটা বেশ জোর আছে, না? স্টকও জোরদার, গত দীপাবলিতে বন্ধ হয়েছে ৯.৯০ টাকায়, বর্তমানে দাম যাচ্ছে প্রায় ১৫০ টাকা। এটি বিনিয়োগকারীদের ১২৬৬ শতাংশ রিটার্ন দিয়েছে।
৪. ক্রেসেন্ডা সলিউশনস
এর বাজারের মূল্যায়ণও মন্দ নয়। গত বছর দীপাবলির সময়ে শেয়ারের দাম ছিল ২.৪৫ টাকা আর বর্তমানে এসে দাঁড়িয়েছে ৩২.৩৫ টাকায়। মানে এটি বিনিয়োগকারীদের দিয়েছে ১২২০ শতাংশ রিটার্ন।
advertisement
৫. ভেজেটেবল প্রোডাক্টস
গত বছরের দীপাবলিতে এর শেয়ারের দাম ছিল ৪.৩২ টাকা, বর্তমানে যাচ্ছে ৫৩.৭০ টাকায়। মুনাফা ভালই, বিনিয়োগকারীরা পেয়েছেন ১১৪৩ শতাংশ রিটার্ন।
৬. কেবিএস ইন্ডিয়া
এর বাজারদরও ভালর দিকেই বলতে হয়। গত বছরের দীপাবলিতে শেয়ারের দাম ছিল ৫.০৫ টাকা, যা হালে এসে ঠেকেছে ৬২.৭৫ টাকায়। বিনিয়োগকারীরাও পেয়েছেন ১১৪২ শতাংশ রিটার্ন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মুনাফার আলোর ধারাবাহিকতা! গত দীপাবলি থেকে এই স্টকগুলো দিয়ে চলেছে ১০,০০০ শতাংশেরও বেশি রিটার্ন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement