স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই ৩ বছরের পর্যন্ত এফডি-তে সুদের হার ০.২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে ৷
#নয়াদিল্লি: ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক ৷ ১২ মে ২০২০ থেকে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার লাগু হতে চলেছে ৷ ইতিমধ্যেই ৩ বছর পর্যন্ত এফডি-তে সুদের হার ০.২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সিস্টেম ও ব্যাঙ্ক লিক্যুইডিটির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বর্তমানে স্টেট ব্যাঙ্ক ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে ৩.৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৪.৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১৮০ থেকে ১ বছরের কম এফডিতে দেওয়া হচ্ছে ৫ শতাংশ সুদ ৷
১ বছর থেকে ১০ বছরের মধ্যে যে এফডি ম্যাচিওর করবে তাতে ৫.৭ শতাংশের হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হয়৷ এর আগে ২০২০-তে এসবিআই ফিক্সড ডিপোজিটে ২০ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিল ৷ ২৮ মার্চ ২০২০ থেকে নতুন রেট লাগু করা হয়েছিল ৷
advertisement
advertisement
১২ মে থেকে জারি হতে চলেছে নতুন রেট
৭ থেকে ৪৫ দিন- ৩.৩ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিন- ৪.৩ শতাংশ
১৮০ থেকে ২১০ দিন - ৪.৮ শতাংশ
২১১ থেকে ১ বছর - ৪.৮ শতাংশ
১ থেকে ২ বছর- ৫.৫ শতাংশ
২ থেকে ৩ বছর - ৫.৫ শতাংশ
৩ থেকে ৫ বছর - ৫.৭ শতাংশ
advertisement
৫ থেকে ১০ বছর - ৫.৭ শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্য
৭ থেকে ৪৫ দিন - ৩.৮ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিন- ৪.৮ শতাংশ
১৮০ থেকে ২১০ দিন - ৫.৩ শতাংশ
২১১ থেকে ১ বছর - ৫.৩ শতাংশ
১ থেকে ২ বছর - ৬ শতাংশ
২ থেকে ৩ বছর- ৬ শতাংশ
advertisement
৩ থেকে ৫ বছর - ৬.২ শতাংশ
৫ থেকে ১০ বছর - ৬.৫ শতাংশ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2020 2:26 PM IST