SBI গ্রাহকদের জন্য জরুরি খবর... ৪ ও ৫ সেপ্টেম্বর টাকা লেনদেনে হতে পারে সমস্যা!

Last Updated:

৪৪ কোটি গ্রাহকদের গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকদের জন্য রয়েছে জরুরি খবর ৷ ৪৪ কোটি গ্রাহকদের গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ৪ ও ৫ সেপ্টেম্বর প্রভাবিত হতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, YONO, YONO বিজনেস, YONO লাইট, আইএমপিএস-এর মতো পরিষেবা প্রভাবিত হতে চলেছে ৷ ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ ফলে আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ ডিজিটাল লেনদেন করার থাকে তাহলে এখনই সেরে রাখুন ৷
স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছে, ‘৪ সেপ্টেম্বর রাত ১০.৩৫ থেকে ৫ সেপ্টেম্বর রাত ১.৩৫ পর্যন্ত মেইন্টেনেন্সের (Maintenance Activity) কাজ চলবে ৷ এই সময় ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO, YONO লাইট, YONO বিজনেস, আইএমপিএস, ইউপিএস পরিষেবা প্রভাবিত হতে পারে ৷ আমরা আপনার অসুবিধার জন্য দুঃখিত এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি৷’
advertisement
advertisement
এটা প্রথমবার নয় যে স্টেট ব্যাঙ্কের পরিষেবা প্রভাবিত হতে চলেছে ৷ এর আগে ৬ ও ৭ অগাস্ট এসবিআই-এর বেশ কিছু পরিষেবা বন্ধ ছিল ৷ তার আগে ১৬ ও ১৭ জুলাই রাত ১০টা ৪৫ মিনিট থেকে রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত ইন্টারেনট ব্যাঙ্কিং, YONO, YONO বিজনেস, YONO লাইট পরিষেবা বন্ধ ছিল ৷ মেইন্টেনেন্সের জন্য ১০ জুলাই রাত ১০.৪৫ থেকে ১১ জুলাই সকাল ১২.১৫ পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO ইউপিআই এবং YONO লাইট পরিষেবা কাজ করছিল না ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহকদের জন্য জরুরি খবর... ৪ ও ৫ সেপ্টেম্বর টাকা লেনদেনে হতে পারে সমস্যা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement