অল্প টাকা ইনভেস্ট করে শুরু করুন এই ব্যবসা ৪ মাসে আয় করবেন ৮ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য

Last Updated:

আপনিও এই বিপুল আয় করতে পারবেন ৷ জেনে নিন কী করতে হবে-

#নয়াদিল্লি: আপনিও কী একঘেঁয়ে চাকরি করতে করতে হাঁপিয়ে উঠেছেন ৷ তাহলে এবার চাকরি ছেড়ে শুরু করতে পারেন এই ব্যবসা ৷ এই ব্যবসায় (Starting own business) চাকরির থেকে অনেক বেশি টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ এখানে কম টাকা ইনভেস্ট করে (Business at small level investment) প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা (How to earn money)৷ শশার চাষ Cucumber Farming)করে আপনি এই বিপুল আয় করতে পারবেন ৷ জেনে নিন কী করতে হবে-
শশা চাষের জন্য ৬০ থেকে ৮০ দিন সময় লাগে ৷ এই চাষ সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে ৷ তবে বর্ষাকালেও শশার ভাল ফসল হয়ে থাকে ৷ শশা সব ধরনের মাটিতে চাষ করা যায় ৷ তবে মাটির পিএইচ ৫.৫ থেকে ৬.৮ ভাল মনে করা হয় ৷ নদী বা জলাশয়ের পাশেও শশার চাষ ভাল হয় ৷
advertisement
উত্তরপ্রদেশ বাসিন্দা দুর্গাপ্রসাদ শশার চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন বলে জানা গিয়েছে ৷ তিনি জানিয়েছেন শশা চাষ করে মাত্র ৪ মাসে ৮ লক্ষ টাকা আয় করেছেন ৷ জমিতে নেদারল্যান্ডের শশার চাষ করেছেন দুর্গাপ্রসাদ ৷ এর বিশেষত্ব হচ্ছে এই শশায় বীজ থাকে না ৷ ফলে বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় এর বিপুল চাহিদা রয়েছে ৷ সরকারের থেকে ১৮ লক্ষ  টাকার সাবসিডি পেয়ে জমিতে সেডনেট হাউস তৈরি করেছিলেন ৷ সাবসিডি নেওয়ার পর তাঁকে মাত্র ৬ লক্ষ টাকা খরচ করতে হয়েছে ৷ এছাড়া নেদারল্যান্ড থেকে তিনি ৭২ হাজার টাকার বীজ আনিয়েছিলেন ৷ বীজ লাগানোর ৪ মাস পর প্রায় ৮ লক্ষ টাকার শশা বিক্রি করেছেন ৷
advertisement
advertisement
এই শশার দাম অন্যান্য শশার থেকে প্রায় দ্বিগুণ ৷ দেশি শশা ২০ টাকা কিলো হিসেবে বিক্রি হলে নেদারল্যান্ড থেকে আনা বীজের শশা প্রায় ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কিলো হিসেবে বিক্রি হচ্ছে ৷ শশার চাহিদা সারা বছরই থাকে ৷ আর মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অল্প টাকা ইনভেস্ট করে শুরু করুন এই ব্যবসা ৪ মাসে আয় করবেন ৮ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement