মাত্র ৩০,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা প্রতি মাসে আয় করবেন ৩ লক্ষ টাকা

Last Updated:

এখানে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ব্যবসা (How to start Business) এবং প্রতি মাসে আয় করবেন মোটা টাকা (earn money) ৷

#নয়াদিল্লি: কম টাকা ইনভেস্ট করে আপনিও কী ব্যবসা শুরু করার (Starting a business) পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি বিজনেস প্ল্যান ৷ এখানে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ব্যবসা (How to start Business) এবং প্রতি মাসে আয় করবেন মোটা টাকা (earn money) ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা করার জন্য সরকারের তরফে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি পাবেন ৷ সম্প্রতি দেখা গিয়েছে মুক্ত চাষের (Pearl farming) উপর মানুষের ইন্টারেস্ট বাড়ছে ৷ মুক্তর চাষ করে একাধিক জন লক্ষপতি হয়ে উঠেছে ৷
মুক্তর চাষ করার জন্য কী কী লাগবে ?
এর জন্য একটি পুকুর, ঝিনুক (যেখান থেকে মুক্ত তৈরি করা হয়) এবং প্রশিক্ষণ, এই তিনটি জিনিস প্রয়োজন ৷ পুকুর আপনি নিজের খরচায় বানাতে পারবেন বা সরকারের থেকে ৫০ শতাংশ সাবসিডির সুবিধাও নিতে পারেন ৷ ঝিনুক দেশের বিভিন্ন রাজ্যে পাওয়া যায় ৷ তবে দক্ষিণ ভারত এবং বিহারের দ্বারভাঙায় ঝিনুকের কোয়ালিটি সবচেয়ে ভাল ৷ এই চাষের জন্য দেশে একাধিক সংস্থা রয়েছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
কীভাবে চাষ করা হয় ?
সবার প্রথমে ঝিনুকগুলি একটি জালে বেঁধে পুকুরে ১০ থেকে ১৫দিনের জন্য ডুবিয়ে রাখা হয় ৷ এরপর সেগুলিকে তুলে সার্জারি করা হয় ৷ সার্জারি মানে ঝিনুকের ভিতরে একটি কণা বা পার্টিকেল ঢোকানো হয় ৷ এরপর উপরেই ঝিনুকের স্তর তৈরি হয়, যা পরবর্তীতে মুক্তায় পরিণত হয়।
advertisement
কত টাকায় এই ব্যবসা শুরু করা যাবে ?
একটি ঝিনুক তৈরি করতে ২৫ থেকে ৩৫ টাকা খরচা হয়ে থাকে ৷ তৈরি হয়ে যাওয়ার পর একটি ঝিনুক থেকে ২টি মুক্ত পাওয়া যায় ৷ একটি মুক্তোর দাম কমপক্ষে ১২০ টাকা হয় ৷ কোয়ালিটি ভাল হলে ২০০ টাকারও বেশি দাম হতে পারে ৷ এক একের পুকুরে ২৫ হাজার ঝিনুক তৈরি করলে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হবে ৷ তৈরি হতে গিয়ে ধরে নেওয়া যাক ৫০ শতাংশ নষ্ট হয়ে গেল তা হলেও হিসেব অনুযায়ী বছরে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৩০,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা প্রতি মাসে আয় করবেন ৩ লক্ষ টাকা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement